মিউনিখে হামলাকারীসহ ১০ জন নিহত
২৩ জুলাই ২০১৬শুক্রবার স্থানীয় সময় ছয়টার দিকে জার্মানির বাভেরিয়া রাজ্যের রাজধানী মিউনিখ শহরের একটি বাণিজ্যিক এলাকায় এ হামলা হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরের ওই এলাকার ফাস্টফুড চেইন শপ ‘ম্যাকডোনাল্ডস' থেকে শুরু হয় গুলিবর্ষণ৷ সেখান থেকে গুলি করতে করতে এক হামলাকারীকে পাশের একটি শপিং মলে ঢুকতে দেখা যায় বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা৷ ওই শপিংমলেই বেশি হতাহতের ঘটনা ঘটে৷
দীর্ঘ উৎকণ্ঠা এবং আতঙ্কের অবসান ঘটিয়ে অবশেষে মিউনিখ পুলিশের প্রধান হুবার্টাস আন্দ্রে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ হামলায় একজনই জড়িত ছিল৷ হামলাকারী ইরানী বংশোদ্ভুত জার্মান নাগরিক বলেও জানান তিনি৷
এর আগে মিউনিখ পুলিশের এক মুখপাত্র জানিয়েছিলেন, হামলায় তিন জন জড়িত৷ হামলাকারীরা পলাতক এবং তাদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি৷
কর্মমুখর সপ্তাহ শেষে শুক্রবার মিউনিখবাসী যখন সপ্তাহান্তের কেনাকাটা এবং আনন্দে গা ভাসানোয় ব্যস্ত তখনই গুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ হামলাস্থল থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করে সবাই৷
শহরে তখন সব ধরনের যানচলাচল বন্ধ৷ ম্যাকডোনাল্ডস এবং পাশের বিপণিবিতানসহ বেশ বড় এলাকা ঘিরে রেখে হামলাকারীদের খুঁজে বের করার অভিযান শুরু করে পুলিশ৷
পরে হামলাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়৷ মৃতদেহটি যে হামলাকারীর সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে মিউনিখ পুলিশের প্রধান হুবার্টাস আন্দ্রে বলেন, ‘‘ আমরা নিঃসন্দেহে খুব কঠিন একটি দিন কাটালাম৷'' তিনি জানান, ১৮ বছর বয়সি ইরানি বংশোদ্ভূত জার্মান ওই বন্দুকধারীর গুলিতে নয় জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে৷ আহতদের মধ্যে কয়েকজন শিশু আছে বলেও জানিয়েছেন তিনি৷
এদিকে মিউনিখ হামলার নিন্দা জানিয়েছেন অনেক রাষ্ট্রনেতা৷
ফ্রান্সের প্রেসিডেন্ট ওঁলদ এ হামলাকে ‘সন্ত্রাসবাদীদের হামলা' আখ্যা দিয়ে বলেছেন, ‘‘ইউরোপীয় দেশগুলোতে আতঙ্ক ছড়ানোর উদ্দ্যেশ্যেই এই হামলা চালানো হয়েছে৷''
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র জার্মানির পাশে আছে৷
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার সব বন্ধুরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘ইউরোপ এবং সারা বিশ্বের সব বন্ধু আমাদের পাশে আছে জেনে খুব ভালো লাগছে৷''
এসিবি/এআই (ডিপিএ, এএফপি)