মিশর নিয়ে বৈঠক
২১ আগস্ট ২০১৩মিশর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা৷ মিশরে বর্তমান সহিংস পরিস্থিতি এবং পরবর্তী কর্মপন্থা ঠিক করাই তাঁদের আলোচনার মূল বিষয়৷
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন জানিয়েছেন, বুধবারের এই আলোচনার পরই তিনি ঠিক করবেন যে কায়রো গিয়ে দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা তিনি করবেন কিনা৷
সাংবাদিকদের অ্যাশটন জানান, তিনি গত সপ্তাহে মিশরের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন৷ জানিয়েছেন যে, তারা চাইলে তিনি মিশরে গিয়ে আলোচনার উদ্যোগ নিতে পারেন৷ নিজেদের ছুটি বাতিল করে এ বৈঠকে ২৮টি দেশের সব পরররাষ্ট্রমন্ত্রীই উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে৷
জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস এবং আরো কয়েকটি দেশ এরই মধ্যে মিশরে অস্ত্র রপ্তানি বন্ধ ঘোষণা করেছে৷ গত বছর মিশরের গণতান্ত্রিক সংস্কারের জন্য ইউরোপীয় ইউনিয়ন যে পাঁচ বিলিয়ন ইউরো দেয়ার পরিকল্পনা করছিল, তা আদৌ দেয়া হবে কিনা – তাও নির্ভর করছে এই বৈঠকের উপর৷
বুধবার বৈঠক শুরুর ঠিক আগে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো জানান, মিশরের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে সবাইকে একটি নির্দিষ্ট পথ বেছে নিতে হবে, যা খুব সহজ হবে না৷ ডাচ পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স টিমারমান্স জানান, গণতন্ত্রের পথে অগ্রসর হলেই কেবল মিশরকে ত্রাণ দেয়া হবে অন্যথায় নয় এবং ইউরোপীয় ইউনিয়নকে এ ব্যাপারে কঠোর হতে হবে৷
যুক্তরাষ্ট্র কি করবে
এদিকে, হোয়াইট হাউস মঙ্গলবার জানায় যে, মার্কিন সরকার মিশরে সামরিক সহায়তা স্থগিত করেছে৷ হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট জানান, মিশরের সাথে ত্রাণ ও অন্যান্য সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, তবে এখনও তা বাতিল করা হয়নি৷ তবে তিনি এও জানান যে, মানবাধিকার লঙ্ঘনের এই পরিস্থিতি চলতে থাকলে তারা ত্রাণ বাতিলের বিষয়টিও তারা ভেবে দেখবেন৷
আরব বিশ্বের চোখে মিশর
অন্যদিকে, মিশর পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কি পদক্ষেপ নেয় তা খেয়াল রাখছে আরব ও মুসলিম বিশ্ব৷ মিশরের সেনা প্রধান আব্দেল ফাতাহ আল সিসি ডয়চে ভেলেকে জানিয়েছেন, গণতন্ত্রের পথে হাঁটার সময় মিশরের শেষ হয়ে গেছে, তাই এক্ষেত্রে আন্তর্জাতিক সমপ্রদায়ের মধ্যস্থতা জরুরি বলে মনে করেন তিনি৷ ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের যে সমালোচনা করছে তাতে তারা খুশি নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিসি৷
বাদিয়ে, মুরসি কারাগারে, মুক্তির পথে মুবারক
গত সপ্তাহে মিশরে নিহত হয়েছে অন্তত নয়শ' জন৷ এর মধ্যে শতাধিক নিরাপত্তা সদস্য, যাঁরা বেশিরভাগই মুরসি সমর্থক৷ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এখন কারাগারে৷ মঙ্গলবার মিশরের আইনজীবীরা জানান, মুসলিম ব্রাদারহুডের ধর্মীয় নেতা মোহাম্মদ বাদিয়েকে ১৫ দিনের জন্য বন্দি করা হয়েছে৷ এরপরই তাঁর বিচার শুরু হবে৷
ওদিকে, আর এক আইনজীবী জানালেন, মিশরের সদ্য পদত্যাগী ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ এল বারাদেই জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের অভিযোগে আদালতের মুখোমুখি হতে যাচ্ছেন৷
বাদিয়ে এবং বারাদেই যখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন, তখন মিশরের সাবেক সামরিক শাসক হোসনি মুবারক কারাগার থেকে খুব শিগগিরই মুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা৷ চারটি অভিযোগের মধ্যে তিনটিতেই শর্ত সাপেক্ষে খালাস পেয়েছেন তিনি৷ এবার চতুর্থটিতেও মুবারক খালাস পাবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী৷
এপিবি/ডিজি (এএফপি/এপি/রয়টার্স)