মিশরে আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার
মিশরে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত সাকারা নেক্রোপলিসে আড়াইশ সারকোফেগি ও ব্রোঞ্জের দেড়শ ভাস্কর্য খুঁজে পাওয়ার কথা সোমবার জানিয়েছেন মিশরের প্রত্নতত্ত্ববিদরা৷
প্রদর্শনী
মিশরে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত সাকারা নেক্রোপলিসে আড়াইশ সারকোফেগি ও ব্রোঞ্জের দেড়শ ভাস্কর্য খুঁজে পাওয়ার কথা সোমবার জানিয়েছেন মিশরের প্রত্নতত্ত্ববিদরা৷ একপর সেগুলো গিজা শহরে প্রদর্শন করা হয়৷ সারকোফেগিগুলোতে ভালোভাবে সংরক্ষিত থাকা অবস্থায় মমি পাওয়া গেছে৷ প্রত্নতাত্ত্বিকদের কাছে সাকারা অন্যতম গুরুত্বপূর্ণ এক স্থান৷ এছাড়া এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যেরও অংশ৷
ইমহোটেপের সমাধি
মিশরের পুরাকীর্তি সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াসিরি জানান, খুঁজে পাওয়া সমাধিগুলোর একটি স্থপতি ইমহোটেপের৷ তিনি প্রাচীন বিশ্বে স্থাপত্য চর্চায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন৷ সাকারায় প্রত্নতাত্ত্বিক মিশনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইমহোটেপের সমাধি খুঁজে পাওয়া৷
পাওয়া গেছে বই
একটি সারকোফ্যাগাসে প্রত্নতাত্ত্বিকরা প্যাপিরাসের একটি সিল করা ‘স্ক্রোল’ খুঁজে পেয়েছেন৷ প্রায় নয় মিটার দীর্ঘ এই স্ক্রোলে ‘বুক অফ দ্য ডেড’ এর একটি অধ্যায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ এই অধ্যায়ে এমন সব মন্ত্র আছে, যা মৃত ব্যক্তিকে মাটির নীচের পৃথিবী সম্পর্কে ধারনা দেয়৷
জাদুঘরে রাখা হবে
নতুন আবিষ্কৃত এসব সারকোফ্যাগি, ব্রোঞ্জের মূর্তি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের ইন্সট্রুমেন্ট গিজার পিরামিডের কাছে অবস্থিত গ্রেট মিশরীয় জাদুঘরে নিয়ে যাওয়া হবে৷ কয়েকবার সময় পেছানোর পর কর্তৃপক্ষ চলতি বছরেই নতুন ঐ জাদুঘর উদ্বোধনের পরিকল্পনা করছে৷
অন্যান্য আবিষ্কার
২০২১ সালের ফেব্রুয়ারিতে আলেকজান্দ্রিয়ায় ১৬টি কবরখানা পাওয়া গিয়েছিল৷ তারপর একই মাসে সোহাগ শহরে পাঁচ হাজার বছরের পুরনো একটি ব্রুয়ারি পাওয়া যায়৷ ঠিক দুই মাস পর এপ্রিলে লুক্সরের কাছে ‘লস্ট গোল্ডেন সিটি’ খুঁজে পাওয়া গিয়েছিল৷ এছাড়া এ বছরের মার্চে সাকারাতে পাঁচটি সুসজ্জিত সমাধিকক্ষ (ছবি) পাওয়া যায়৷
পর্যটন
মিশর সরকার আশা করছে নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও নতুন জাদুঘরের কারণে দেশটিতে পর্যটকদের সমাগম বাড়বে৷