1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিসর

২ ডিসেম্বর ২০১২

মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের নির্ধারিত শুনানি স্থগিত হয়ে গেছে ইসলামপন্থী বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে৷ সংসদের উচ্চ কক্ষের বৈধতা এবং সংবিধানের খসড়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে রবিবার ঐ আদালতে শুনানি হওয়ার কথা ছিল৷

https://p.dw.com/p/16uS6
Supporters of Egyptian President Mohamed Mursi rally in front of the Supreme Constitutional Court in Maadi, south of Cairo December 2, 2012. Egypt's Supreme Constitutional Court postponed its work indefinitely on Sunday after a protest by Islamists sympathetic to Mursi outside its headquarters. REUTERS/Amr Abdallah Dalsh (EGYPT - Tags: POLITICS CIVIL UNREST CRIME LAW)
ছবি: Reuters

সম্প্রতি প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসি এক বিশেষ আদেশে বিচার বিভাগের ক্ষমতা সীমিত করে ফেলেছেন৷ সেই আদেশ অনুসারে, প্রেসিডেন্টের কোন সিদ্ধান্তের ব্যাপারে আদালত কোন আপত্তি তুলতে পারবে না৷ এই আদেশ জারির প্রেক্ষিতে প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে ধর্মনিরপেক্ষতাবাদী, উদারপন্থী ও খ্রিস্টীয় আদর্শের দলগুলো৷ তবে সেই আন্দোলনের মোড় ঘুরে যায় প্রেসিডেন্ট মুরসি এবং তাঁর ইসলামপন্থী সাংসদদের তড়িঘড়ি করে তৈরি করা সংবিধানের খসড়ার দিকে৷ এখন বিরোধীদের আন্দোলনে যোগ হয়েছে এই খসড়া সংবিধানের সমালোচনা এবং এটি বাতিলের দাবি৷

কিন্তু সেদিকে যেন আদৌ ভ্রুক্ষেপ করছেন না মুরসি কিংবা তাঁর সমর্থনপুষ্ট সংসদ৷ শনিবার ১০০ সদস্যের সংবিধান প্রণয়ন পরিষদ আনুষ্ঠানিকভাবে সংবিধানের খসড়া তুলে দিয়েছেন মুরসির হাতে৷ এরপরই প্রেসিডেন্ট মুরসি ঘোষণা দিয়েছেন আগামী ১৫ই ডিসেম্বর এই খসড়া সংবিধানের উপর গণভোট আয়োজনের৷

FILE - In this Friday, July 13, 2012 file photo, Egyptian President Mohammed Morsi speaks to reporters during a joint news conference with Tunisian President Moncef Marzouki, unseen, at the Presidential palace in Cairo, Egypt. Egypt’s Islamist president may hail from the fiercely anti-Israeli Muslim Brotherhood, but in his first major crisis over Israel, he is behaving much like his predecessor, Hosni Mubarak:. He recalled the ambassador and engaged in empty rhetoric supporting Palestinians. Mohammed Morsi is under pressure at home to do more but he is just as wary as Mubarak about straining ties with the United States. (Foto:Maya Alleruzzo, File/AP/dapd)
প্রেসিডেন্ট মুরসি ঘোষণা দিয়েছেন আগামী ১৫ই ডিসেম্বর এই খসড়া সংবিধানের উপর গণভোট আয়োজনেরছবি: AP

তবে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত এই খসড়া সংবিধানের অন্তর্ভুক্ত বিভিন্ন ধারা-উপধারা এবং এটির প্রণয়নকারী পরিষদের বৈধতা নিয়ে রবিবার শুনানির দিন ধার্য্য করেন৷ কিন্তু ইসলামপন্থী দলগুলোর নেতা-কর্মীরা এই সর্বোচ্চ আদালতের শুনানি বানচাল করতে শনিবার রাত থেকেই মোটা কম্বল ও পোস্টার-ব্যানার নিয়ে নীল নদ থেকে আদালতে যাওয়ার পথে অবস্থান গ্রহণ করে৷ এছাড়া রবিবার ভোর হতে না হতেই তাদের সাথে যোগ দিয়েছে আরো হাজার হাজার সমর্থক৷ ৩৯ বছর বয়সি ইসলামপন্থী বিক্ষোভকারী ইসমাইল আহমেদ বলেন, ‘‘হাতে গোনা কয়েকজন বিচারকের চেয়ে জনগণের দাবি অনেক বেশি শক্তিশালী৷''

এদিকে, ইসলামপন্থীদের বাধার মুখে আদালতে হাজির হয়ে শুনানি করতে না পারার পর অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন সাংবিধানিক আদালতের বিচারকরা৷ মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, সর্বোচ্চ সাংবিধানিক আদালতের এক বিবৃতিতে এর কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি রাখার ঘোষণা দেওয়া হয়েছে৷

বিবৃতিতে আরো বলা হয়, ‘‘বিচারকদের উপর এমন মানসিক আঘাত করার ঘটনায় আদালত অত্যন্ত মর্মাহত৷ তাই এমন মানসিক এবং বস্তুগত চাপ প্রত্যাহার না করা পর্যন্ত আদালতের বিচারকরা তাঁদের কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷''

এএইচ / আরআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য