1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

মিশরের চেষ্টা ব্যর্থ, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত চলছে

১২ মে ২০২৩

মিশর চেষ্টা করেছিল, দুই পক্ষই যেন সংঘর্ষবিরতিতে রাজি হয়। অস্ত্রব্যবহার না করে। কিন্তু সেই প্রয়াসে কাজ হয়নি।

https://p.dw.com/p/4REyL
ইসলামিক জিহাদের ছোড়া রকেট  নিষ্ক্রিয় করছে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা।
ইসলামিক জিহাদের ছোড়া রকেট নিষ্ক্রিয় করছে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা। ছবি: Ilia Yefimovich/dpa/picture alliance

বৃহস্পতিবার ফিলিস্তিনি সংগঠন ইসলামিজ জিহাদ ইসরায়েল লক্ষ্য করে প্রচুর রকেট ছুড়েছে। তাতে একজন ইসরায়েলির মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েল যে বিমান হামলা করেছিল, তাতে তিনজন নারী, ছয়টি শিশু, ইসলামিক জিহাদের  রকেট বাহিনীর প্রধান ও তার সহকারী-সহ ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন।

গত তিন দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে প্রবল সংঘর্ষ চলছে। মিশর মধ্যস্থতা করে এই সংঘর্ষে ইতি টানার চেষ্টা করেছিল। দুই পক্ষ যাতে সংঘর্ষ ও অস্ত্রবিরতিতে রাজি হয়, তার চেষ্টা করেছিল। অতীতে তারা সফল হলেও এবার মিশর জানিয়েছে, তাদের চেষ্টা সফল হয়নি।

গাজায় ইসরায়েলি বিমান হামলার পরের ছবি।
গাজায় ইসরায়েলি বিমান হামলার পরের ছবি। ছবি: Adel Hana/APPhoto/picture alliance

সেদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ''আমরা অস্ত্রের ব্যবহার বন্ধ করে রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করেছিলাম। এখনো পর্যন্ত তাতে সফল হইনি।''

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বিমানক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তার রেকর্ড করা ভাষণ প্রচার করা হয়েছে। নেতানিয়াহু বলেছেন, ''ইসরায়েল প্রতিরক্ষা ও আক্রমণ দুটোই করছে। কেউ যদি আমাদের ক্ষতি করে, তাহলে আমরা তাদের রক্ত নেব।''

ইসলামিক জিহাদ জানিয়েছে, শান্তির ক্ষেত্রে প্রধান শর্ত হলো, ইসরায়েলকে তাদের নেতাদের হত্য়া করা বন্ধ করতে হবে।

ইসরায়েলের ৭৫ বছর: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

ইসরায়েল মনে করছে, ইসলামিক জিহাদের কম্যান্ডাররা যদি মারা যায় এবং তাদের রকেটের ভাণ্ডার কমে যায়, তাহলে আর  তারা আক্রমণ করতে পারবে না।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)