বৌদ্ধ জনতার ঢিলে নিহত রোহিঙ্গা
৫ জুলাই ২০১৭সিটওয়ে শহরের বাইরে একটি ক্যাম্পে থাকতেন ঐ সাত রোহিঙ্গা৷ শহরের একটি আদালতে এক মামলায় সাক্ষ্য দিতে তাঁরা ঐ ক্যাম্প ছাড়ার অনুমতি পেয়েছিলেন৷ মঙ্গলবার সাক্ষ্য দেয়া শেষে তাঁরা স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে নৌকা কিনতে সেখানে যেতে পুলিশের সাহায্য চেয়েছিলেন৷ ‘‘নৌকা কেনার সময় সেখানে তর্ক শুরু হয়’’, বলে সরকার পরিচালিত ‘গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার’ জানিয়েছে৷ তখন অনেক মানুষ ইট নিয়ে ঐ সাত রোহিঙ্গার উপর হামলা চালায়৷ এতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে বুধবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কর্মকর্তা৷ আহতদের মধ্যে দু'জন এখনও হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি৷
উল্লেখ্য, রোহিঙ্গা মুসলমানদের উপর সে দেশের জনগণ ও সরকারের নিপীড়নের খবর বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে৷ ২০১২ সালে রোহিঙ্গা মুসলিম ও রাখাইন রাজ্যের বৌদ্ধদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়লে শত শত মানুষ নিহত হয়েছিল৷ ঘরছাড়া হয়েছিল প্রায় লক্ষাধিক মানুষ৷
গত অক্টোবরে কয়েকজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার জেরে রাখাইনের রোহিঙ্গাদের গ্রামে অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী৷ সেই সময় রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ সহ তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে৷ এই অভিযোগ তদন্ত করতে জাতিসংঘ মিয়ানমারে একটি দল পাঠাতে চেয়েছিল৷ কিন্তু মিয়ানমার সরকার সম্প্রতি জানিয়ে দিয়েছে যে, জাতিসংঘের ঐ দলকে ভিসা দেয়া হবে না৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)