1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের আদালতে রোহিঙ্গাদের কান্না

২০ ডিসেম্বর ২০১৯

উপযুক্ত কাগজ ছাড়া ভ্রমণ করায় গ্রেপ্তার হওয়া শিশুসহ ৯৩ জন রোহিঙ্গাকে শুক্রবার হাজির করা হয় মিয়ানমারের একটি আদালতে৷ দেশটির পশ্চিমে অবস্থিত রাখাইন থেকে ইরাওয়াদি পালানোর সময় ২৮ নভেম্বর গ্রেপ্তার করা হয় তাদের৷

https://p.dw.com/p/3VANz
Bangladesch Flüchtlinge
ফাইল ফটোছবি: Getty Images/A. Joyce

৯৩ জনের এ গ্রুপে ২৩ জন শিশুও রয়েছে৷ পাথেইন এলাকার একটি আদালতে তাদের হাজির করা হয়৷ এ সময় আদালতে সাক্ষ্য দেন অভিযোগকারী অভিবাসন কর্মকর্তা৷ অভিযোগ প্রমাণ হলে আটকদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷

আদালতে রোহিঙ্গাদের আইনজীবী থাজিন মিইন্ট মিয়াত উইন বলেন, ‘‘তারা জানিয়েছেন, ওখানে (রাখাইন প্রদেশ) পরিস্থিতি অনেক খারাপ বলে তারা পালাতে চেয়েছিল৷'' মিয়ানমারের রাখাইন রাজ্যেই মূলত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস৷

সেনাবাহিনীর অভিযানের পর ২০১৭ সালে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে যায়৷ ‘গণহত্যার অভিপ্রায়ে' এই অভিযানে হত্যা ও ধর্ষণ চালানো হয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত দল৷

রাখাইনে এখনো ছয় লাখের কাছাকাছি রোহিঙ্গা বাস করেন৷ স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ মৌলিক অধিকারগুলোর কোনোটিই ঠিকমতো পান না তারা৷ জাতিসংঘের প্রতিবেদনে এ অবস্থাকে ‘শোচনীয়' বলে উল্লেখ করা হয়েছে৷

আদালতে পরবর্তী শুনানির সময় ধার্য করা হয়েছে ৩ জানুয়ারি৷

এডিকে/এসিবি (রয়টার্স)