গাম্বিয়ার মামলায় ক্যানাডার সমর্থন
১৩ নভেম্বর ২০১৯দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দ্যা ক্যানাডিয়ান প্রেস৷
গত সোমবার মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া৷
মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়৷
এক বিবৃতিতে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন ‘‘মিয়ানমার সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগের বিষয়টিতে ক্যানাডার সমর্থন রয়েছে৷ এ বিষয়ে কিভাবে পূর্ণ সহায়তা সহায়তা প্রদান করা যায় সে পথ খুঁজছে ক্যানাডা৷’’
গাম্বিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, বিষয়টি আইনি সমাধানের জন্য সমমনা দেশগুলোকে নিয়ে কাজ করবে ক্যানাডা৷ রোহিঙ্গা নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং মিয়ানমারে দীর্ঘ মেয়াদে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করবে ক্যানাডা, বলেন তিনি৷
মিয়ানমারের আরাকান রাজ্যে বসবাসরত রোহিঙ্গারার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালে দেশ ছেড়েছিল৷ সেসময় প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়৷
ঘটনার তদন্তে ২০১৮ সালে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করে জাতিসংঘ৷ এ কমিশন তাদের প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জোরালো প্রমান তুলে ধরে৷ সেসময় ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের এ প্রতিবেদনকে সমর্থন জানায় ক্যানাডার হাউস অব কমন্স৷
রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন ঠেকাতে কোন ভূমিকা রাখতে না পারার অভিযোগ এনে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেত্রী অং সান সুচিকে দেয়া সম্মানজনক নাগরিকত্বও বাতিল করে দেশটি৷
আরআর/কেএম (দ্যা ক্যানাডিয়ান প্রেস, এপি, এএফপি)