1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ বাংলাদেশের

৬ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ৷

https://p.dw.com/p/4c5Ei
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা একটি বুলেট দেখাচ্ছে বান্দরবানের ঘুমধুমের এক ছেলে
বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজন নিহত হনছবি: Shafiqur Rahman/AP/picture alliance

মঙ্গলবার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অণু বিভাগ) মিয়া মো. মাইনুল কবির৷

সেসময় তাদের মধ্যে বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে এক প্রতিবাদ-লিপি পেশ করেন মাইনুল কবির৷

সোমবার বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজন (এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা) নিহত হন

বান্দরবানের ঘুমধুমে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের কয়েকজন সদস্যকে গাছের ছায়ায় দেখা যাচ্ছে
মঙ্গলবার সকাল পর্যন্ত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ১১৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেনছবি: Shafiqur Rahman/AP/picture alliance

এছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির লড়াইয়ের মধ্যে মর্টার শেল বা বুলেটের আঘাতে আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন৷

মঙ্গলবার সকাল পর্যন্ত মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মোট ১১৩ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন৷

কেএম/জেডএইচ (দ্য ডেইলি স্টার)