1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্ত গণমাধ্যম সূচক ২০২২: শেষ ২০-এ বাংলাদেশ

খালেদ মুহিউদ্দীন | অনুপম দেব কানুনজ্ঞ
৩ মে ২০২২

৩ মার্চ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস৷ এ উপলক্ষ্যে ২০২২ সালের সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷ ১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬২তম৷

https://p.dw.com/p/4AmYb
ছবি: Reuters/M. Ponir Hossain

২০২১ সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২৷ সে হিসাবে এবার এক বছরেই ১০ ধাপ পেছালো বাংলাদেশ৷

সূচকে শীর্ষ দশটি দেশের নয়টিই ইউরোপ মহাদেশের৷ গণমাধ্যমের স্বাধীনতায় সবচেয়ে এগিয়ে নরওয়ে৷ তারপর ক্রমান্বয়ে এসেছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া এবং লিশ্টেনস্টাইনের নাম৷

তালিকার তলানিতে ১৮০ নম্বরে উত্তর কোরিয়া৷ এছাড়া শেষ দশে রয়েছে ইরিত্রিয়া, ইরান, তুর্কমেনিস্তান, মিয়ানমার, চীন, ভিয়েতনাম, কিউবা, ইরাক ও সিরিয়া৷

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের পুরো প্রতিবেদন ও সূচক পড়ুন এখানে

এ নিয়ে শুনুন ডয়চে ভেলের আলোচনা৷

 

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন জ্যেষ্ঠ সাংবাদিক ও টিভি উপস্থাপক৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান।
ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক অনুপম দেব কানুনজ্ঞ৷
অনুপম দেব কানুনজ্ঞ ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক৷anupamdkan