1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'ভাস্কর্য ভাঙা দেখে তরুণেরা ভিডিও করছে, এটা বিকট'

১০ আগস্ট ২০২৪

সংস্কৃতিকর্মী রবীন আহসান বলেন, "ঐতিহ্যবাহী একটি ভাস্কর্য তো আর নতুন করে বানানো সম্ভব নয়। নতুন সরকারের পক্ষে কম সময়ের মধ্যে এগুলো করা সম্ভব নয়। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে, আর তরুণেরা মোবাইলে ভিডিও করছে, হাসছে- এটা কিন্তু বিকট একটা চেহারা। এর ফলে মানুষের মধ্যে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা করার যে ভয়টা ঢুকে গেছে, সেটা কাটাতে প্রচুর সময় লাগবে।”

https://p.dw.com/p/4jKAX