মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর পরিকল্পনা
২১ এপ্রিল ২০১১সংবিধান সংশোধন
সংবিধান সংশোধন বিষয়ক মতামত দেওয়ার জন্য শীর্ষ রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন এ সংক্রান্ত বিশেষ কমিটি৷ দৈনিক প্রথম আলো এই বিষয়ে লিখেছে, ‘হাসিনা ও খালেদাকে সংবিধান সংশোধন কমিটির আমন্ত্রণ'৷ বুধবার এই কমিটি দুই রাজনৈতিক দলের কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন৷ ইতিমধ্যে বিএনপি বিশেষ কমিটির চিঠির প্রাপ্তিস্বীকার করেছে৷ তবে, বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাক লিখেছে, ‘আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে বিশেষ কমিটির চিঠি'৷ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি পাঠিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি৷
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর পরিকল্পনা
দৈনিক সমকাল প্রকাশ করেছে এই খবর৷ শিরোনাম, ‘মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে'৷ অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বাড়িঘর নির্মাণ করবে সরকার৷ যেসব মুক্তিযোদ্ধার স্থায়ী আয়ের কোন উৎস নেই বা চাষাবাদের জন্য কোন জমি নেই, তাদেরকে এই সুবিধা দেওয়া হবে৷ এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হচ্ছে৷ সমকাল জানাচ্ছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে এরকম আরো পরিকল্পনা নিচ্ছে বর্তমান সরকার৷ আগামী বাজেট ঘোষণার পর এগুলো বাস্তবায়ন শুরু হবে৷
আমিনীর অভিযোগ
দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘প্রধানমন্ত্রীর ছেলেকে গুম করতে মুফতি আমিনীর প্রার্থনা'৷ নিখোঁজ ছেলে আবুল হাসনাতকে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী৷ বুধবার জাতীয় প্রেসক্লাবে তিনি বলেন, ‘‘কোরআন রক্ষার জন্য দুজন শহীদ হয়েছে৷ আরো দুই লাখ শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে''৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘শেখ হাসিনা আমার ছেলেক গুম করেছে, বলেছেন আমিনী'৷
ক্রিকেট কোচ গাঙ্গুলী!
ভারতের প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হতে পারেন৷ এরকম এক সম্ভাবনার কথা জানিয়েছে দৈনিক কালের কণ্ঠ৷ শিরোনাম, ‘সৌরভ গাঙ্গুলীও হতে পারেন যদি...'৷ এই বিষয়ে এখনো অবশ্য কোন সিদ্ধান্ত হয়নি৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: ফাহমিদা সুলতানা