1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুঠোফোনের প্রেমে অন্ধ বর্তমান প্রজন্ম

২২ অক্টোবর ২০১০

ভালোমানের মুঠোফোন মানে যাকে বলে স্মার্টফোন, সেই ফোনের প্রেমে অন্ধ বর্তমান প্রজন্ম৷ অবস্থা এমন যে, ল্যাপটপ, টিভি আর পাত্তা পাচ্ছে না তাদের কাছে৷ বরং অল-ইন-ওয়ান স্মার্টফোনই ভরসা এই প্রজন্মের৷

https://p.dw.com/p/PkZx
মুঠোফোনে টিভিছবি: AP

আবুল হাসানের কথাই ধরুন৷ ব্যস্ত এই তরুণ ব্যবসায়ী সকালে অফিসে যেতে যেতেই পড়ে নেন ই-মেইল৷ ঢাকার ট্রাফিক জ্যামে বসেই ই-মেইলের প্রয়োজনীয় উত্তরও লিখে ফেলেন তিনি৷ এরপর আবুল হাসান সারাদিনের কর্মযজ্ঞের খতিয়ান লিপিবদ্ধ করে নেন মুঠোফোনের ছোট্ট পর্দায়৷ ফলে কখন কোথায় বৈঠক, কোথায় পরিদর্শন- সবই সময়মত জানান দেয় ছোট্ট যন্ত্রটি৷

চলুন পাড়ি দিই মার্কিন মুল্লুকে৷ অভিনেতা ম্যাথিউ ক্যালাহান নয় মাসের বিশ্বভ্রমণে বেরিয়েছেন৷ সফরের শুরু থেকেই তাঁর ল্যাপটপটি বাক্সবন্দি৷ কারণ ঐ ছোট্ট স্মার্টফোন, আইফোন ৪৷ এই বস্তু বড় আজব, বাসে বসে দুনিয়ার যাবতীয় অনলাইন কাজ সারা যায় সেটিতে৷ ই-মেইল লেখো, নিউজ পড়ো, প্রয়োজনে টিভি দেখো – সবই সম্ভব সেটিতে৷ কষ্ট করে আর ল্যাপটপটি কেন খুলবেন ম্যাথিউ? তাছাড়া যাত্রাপথে ১৫ ইঞ্চি আকারের ল্যাপটপটি চালালে পাশের সিটের আরোহী বিরক্ত হয় বলেও মত তাঁর৷

Flash-Galerie Schlafende Frau mit Mobiltelefon
মুঠোফোন ছাড়া এক মুহূর্তও চলে নাছবি: picture-alliance/ dpa

এভাবে দুনিয়ার সব কোণেই জনপ্রিয়তা পাচ্ছে হালের মুঠোফোন৷ শুধু কথা-বলা আর বার্তা প্রেরণ নয়, ইন্টারনেট, টেলিভিশনের যাবতীয় কাজও এখন সারা যায় ছোট্ট যন্ত্রটিতে৷ সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে চালিত এক জরিপে দেখা যাচ্ছে, ১৮ থেকে ৩০ বছর বয়সি ৩৭ শতাংশ অ্যামেরিকানই ইন্টারনেট ব্যবহার করেন মুঠোফোনে৷ এদের মধ্যে আবার ১৫ শতাংশ ভিডিও বা টিভি দেখেন মুঠোফোনেই৷

যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিএন্ডটি'র পরিচালক ডন বেন্টনের কথায়, গত ৩ বছরে মুঠোফোনে ডাটা ট্রাফিকের পরিমাণ বেড়েছে ৫,০০০ শতাংশ৷ বর্তমান প্রজন্ম সবকিছুই হাতের তালুতে পেতে চায় বলে মত ব্যান্টনের৷

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটির বেশি৷ মোবাইল সেবাদাতারা এই বিশাল জনগোষ্ঠীকে ইন্টারনেট, এমনকি টিভি সুবিধাও দিতে শুরু করেছে৷ আর এসব সেবা ব্যবহারকারীর সংখ্যাও নেহাত কম নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য