মুম্বইয়ে হামলাকারীদের এখনো সনাক্ত করা যায়নি
১৪ জুলাই ২০১১ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বৃহস্পতিবার মুম্বইয়ের তিনটি বিস্ফোরণস্থল পরিদর্শন করেন৷ এসময় তিনি বলেন, যেসব গোষ্ঠীর এধরনের হামলা চালানোর ক্ষমতা রয়েছে, আমরা তাদের সবাইকেই সন্দেহ করছি৷ এই মুহূর্তে আমরা সুনির্দিষ্টভাবে কোন গোষ্ঠীর দিকে আঙুল তুলছি না৷
চিদাম্বরাম জানান, এই হামলার সব দিক তদন্ত করা হবে৷ সকল স্থান এবং সূত্র ধরে এগিয়ে যাওয়া হবে৷ কোন পূর্বনির্ণয়ের ভিত্তিতে তদন্ত এগোবে না৷ তবে, স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি উড়িয়ে দিয়েছেন৷ বরং তিনি বলেন, মুম্বইয়ে এধরনের হামলা সম্পর্কে কোন তথ্য গোয়েন্দাদের কাছে ছিলনা৷
মুম্বইয়ের জাভেরি বাজার, অপেরা হাউস এবং দাদার এলাকায় এই হামলার দায় কোন গোষ্ঠী এখনো স্বীকার করেনি৷ বুধবার সন্ধ্যায় ব্যস্ত এলাকায় এসবব হামলায় কেঁপে ওঠে নগরী৷ সেসময় সাধারণ মানুষ কাজ শেষে ঘরে ফিরছিলেন৷
এদিকে, মুম্বইয়ে হামলার পর ভারতের বড় শহরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ বিশেষ করে দিল্লি, কলকাতা এবং চেন্নাইয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ প্রধানমন্ত্রী মনমোহন সিং মুম্বইবাসীদের শান্ত এবং ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেছেন৷
উল্লেখ্য, এর আগে ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ১৬৬ ব্যক্তি৷ আহত হয় ২৪৪ জন৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক