1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুশফিকের বাবা হত্যাকারী?

১৮ মে ২০১৭

বগুড়ায় স্কুলছাত্র হত্যায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে নানা আলোচনা৷

https://p.dw.com/p/2dAJG
Bangladesch Mordfall Bogra
মাসুক হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনছবি: bdnews24.com

হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পর ১৬ই মে নিহত স্কুলছাত্র মাসুক ফেরদৌসের বাবা এমদাদুল হক এমদাদ মামলাটি দায়ের করেন৷ মাসুক হত্যার বিচারের দাবিতে মাটিডালি উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের এলাকাবাসী মানববন্ধন করেছে৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘শনিবার রাতে বগুড়া শহরের মাটিডালি হাজীপাড়া এলাকায় এসওএস হারম্যান মেইনার স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র মাসুক ফেরদৌসকে পিটিয়ে হত্যা করা হয়৷’’

জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হলেও সাফিন নামের এক কিশোরকে রেখে বাকি দু’জনকে ছেড়ে দেওয়া হয়ছে৷

মামলার অভিযোগে বলা হয়, পারিবারিক শত্রুতা ও স্থানীয় মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে শনিবার রাতে মাসুক ফেরদৌস মাসুককে বাসা থেকে ডেকে নিয়ে মাহবুব হামিদ তারা ও অপর আসামি লালমিয়া মাসুককে জাপটে ধরলে ফয়সল পিছন থেকে ক্রিকেট ব্যাট দিয়ে মাসুককে আঘাত করে৷ এ আঘাতের কারণে মাসুকের মৃত্যু হয় বলে বাদীর অভিযোগ৷ বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানিয়েছে, মাসুকের বাবা এমদাদুল হক এমদাদ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে অবশ্য বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে প্রধান আসামি জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা হওয়ার কারণে৷

মো. উমর ফারুক এ সংক্রান্ত একটি সংবাদটি ফেসবুকে শেয়ার করেছেন

মাহমুদুল হাসান ফেসবুকে ১৭ তারিখের একাত্তর টেলিভিশনের টক শো একাত্তর জার্নালের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘‘এইমাত্র একাত্তর টিভি মুশফিকের বাবা ও নিহত ছেলের বাবাকে লাইভ টেলিফোনে এনেছিল৷ নিহত ছেলের বাবার দাবি, তিনি নিজ চোখে দেখেছেন মুশফিকের বাবা তার ছেলেকে মারছে৷ তিনি নিজে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন৷ অন্যদিকে, মুশফিকের বাবার বক্তব্য হলো: নিহত ছেলেটি নিজের ছেলের মতোই৷ তিনি চান খুনিদের ধরা হোক এবং সর্বোচ্চ শাস্তি হোক৷’’ তিনি প্রশ্ন তুলেছেন, নিহত ছেলের বাবা ‘নিজ চোখে দেখেছেন’ বর্ণনা দিয়ে মামলা করলে ঘটনার ৩ দিন পরেও মুশফিকের বাবাকে আটক করা হয়নি কেন?

Bangladesch Mordfall Bogra
মুশফিকের বাবার প্রতিষ্ঠিত এই স্কুল নিয়ে মাসুকের বাবার সঙ্গে বিরোধ ছিল ছবি: bdnews24.com

সাইফুল সরকার ফেসবুকে লিখেছেন, ‘‘এক ছাত্র খুনের দায়ে প্রধান আসামি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়ক মুশফিকের বাবা৷ এবার চিন্তা করুন আমাদের সমাজ কতটা অসুস্থ হয়ে গেছে৷’’

সালেহ মাহমুদ রিয়াজ এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন৷ লিখেছেন, ‘‘কত জঘন্য হলে একটা মানুষ একটি নিষ্পাপ শিশুকে পিটিয়ে হত্যা করতে পারে৷’’

এ আর সাদ্দাম অবশ্য এ প্রসঙ্গে অন্য প্রশ্ন তুলেছেন৷ তিনি লিখেছেন, ‘‘নিহত ছেলের বাবার দাবি – তিনি নিজ চোখে দেখেছেন মুশফিকের বাবা তার ছেলেকে মারছে৷ আমার প্রশ্ন হলো, নিজ ছেলেকে খুন হতে দেখলে কোনো বাবা কি দূরে দাঁড়িয়ে তা দেখতে পারেন? কেন তিনি ঝাঁপিয়ে পড়ে ছেলেকে রক্ষা করলেন না?’’

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...