‘মুসলমান বলেই কি আমরা জঙ্গি?’
১৮ এপ্রিল ২০১৬ব্রাসেলস বিমানবন্দর, মোলেনবেক সাবওয়ে স্টেশন এবং প্যারিসের ভয়াবহ হামলার পর, এ রকম সব প্রশ্নের উত্তরই খুঁজে চলেছি আমরা৷ এখন অবশ্য আর আল-কায়েদা নয়, মাঠে নেমেছে তথাকথিত ‘ইসলামিক স্টেট' বা আইএস-এর সদস্যরা৷
কিন্তু এহেন প্রাণহানি থামাতে ইউরোপীয় সমাজকে যে দ্রুত কার্যকর কিছু একটা করতে হবে, সে ব্যাপারে কোনো দ্বিমত নেই কারুর৷ তারপরও সহজে এ সমস্যার কোনো সমাধানও উঠে আসছে না, কারণ, এখনও তরুণ মুসলমানদের ইউরোপীয় সমাজে একাত্ম করতে ব্যর্থ হচ্ছেন ইউরোপের নেতারা৷
বরং উদ্বাস্তু সংকট আর একের পর এক জঙ্গি হামলার কারণে মুসলমানদের প্রতি একটা আস্থাহীনতা কাজ করছে ইউরোপে৷ বলা বাহুল্য, এভাবে কোনো দেশে ধর্মনিরপেক্ষতার ভিত্তি স্থাপন সম্ভব নয়৷
ডয়চে ভেলের ভিডিও-ব্লগার জাফর আব্দুল করিম জার্মানির কিছু মসজিদে গিয়ে বেশ কয়েকজন মুসলমানের সঙ্গে কথা বলেন৷ তাদের কথাতেও নিরাপত্তাহীনতাই উঠে এসেছে, উঠে এসেছে একঘরে হয়ে যাওয়ার ভয়৷
ওপরের ভিডিওটি দেখলেই বুঝবেন৷
ডিজি/এপিবি
‘মুসলমান মানেই জঙ্গি?’ – আপনার কী মনে হয়? লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷