মুসা ইব্রাহীম
প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম
এভারেস্ট জয়ী মুসার একটি মন্তব্য সত্যিই নাড়া দেয়৷ একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, ‘‘মানসিক সঙ্কীর্ণতার বাইরে যেতে পারলে বাংলাদেশের অনেক তরুণ ভালো করতে পারবে৷’’
প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম
এভারেষ্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম দেশে ফিরলেন৷ দেশকে সারা বিশ্বে পরিচিত করে, বিজয়ী বেশে মুসা ঢাকায় আসেন মঙ্গলবার বিকেল ৫টায়৷ তাঁকে নেপাল থেকে বহন করে আনে একটি বিশেষ বিমান৷ তাঁর সঙ্গে আসেন স্ত্রী ও শিশু পুত্র৷
প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম
মুসা ইব্রাহীম, পেশা সাংবাদিক৷ বয়স ৩০ -- এতদিন এই পরিচয় থাকলেও এবার আসল পরিচয়, প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ীর নাম মুসা ইব্রাহীম৷
প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম
বিমানবন্দরে নেমেই মুসা জানালেন তাঁর প্রতিক্রয়া৷ তিনি বলেন দেশের জন্য কিছু করতে চান৷ তিনি কথা বলার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন৷ বিজয়ের আনন্দ আর সবার ভালবাসায় সিক্ত হন হিমালয় বিজয়ী এই মানুষটি৷
প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম
মুসার এবারকার এভারেস্ট মিশন শুরু হয় ২০ এপ্রিল, এভারেস্টের তিব্বতের অংশ দিয়ে৷ ২৩ মে নেপালী সময় সকালে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি৷
প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম
গত ২৩শে মে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুসা ইব্রাহীম হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেষ্ট জয় করেন৷ তিনি প্রথম বাংলাদেশি এভারেষ্ট বিজয়ী৷