1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই অস্ট্রেলীয়র আপিলের শুনানি মুলতুবি

১২ মার্চ ২০১৫

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রশাসনিক আদালত মিউরান সুকুমারন এবং অ্যান্ড্রু চান-এর আপিলের শুনানি সাত দিন পিছিয়ে দিয়েছে৷ অন্যদিকে অস্ট্রেলিয়া দৃশ্যত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের খরচ বহন করতে রাজি৷

https://p.dw.com/p/1Ep8d
Jakarta Andrew Chan Myuran Sukumaran Australien Gefangene Todesstrafe
ছবি: Reuters/Murdani Usman

প্রেসিডেন্ট জকো উইডোডো বা ‘জকোউই' এর আগেই উভয়ের মৃত্যুদণ্ড মকুব করতে অস্বীকার করেছেন৷ রাষ্ট্রীয় প্রশাসনিক আদালত শুনানি পিছিয়েছেন এই কারণে যে, প্রেসিডেন্টের পক্ষের আইনজীবীদের কোনো পাওয়ার অফ অ্যাটর্নি ছিল না৷ প্রসঙ্গত, এই আদালতই গতমাসে দুই ফাঁসির আসামির রাজক্ষমার আবেদন বাতিল করে৷

৩৩ বছর বয়সি সুকুমারন এবং ৩১ বছর বয়সি চান ও আরো ন'জন অস্ট্রেলীয় ২০০৬ সালে আট কিলোগ্রাম হেরোইন ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে অস্ট্রেলিয়ায় পাচার করতে গিয়ে ধরা পড়ে৷ বিচারে সুকুমারন ও চানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অন্যান্যরা ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পায়৷

সুকুমারন এবং চান ছাড়াও আপাতত ইন্দোনেশিয়ায় মাদক পাচার সংক্রান্ত অপরাধের জন্য আরো আটজন বিদেশি মৃত্যুদণ্ডে দণ্ডিত: তাদের মধ্যে তিনজন নাইজেরীয়, দু'জন অস্ট্রেলীয়, একজন ফরাসি, একজন ইন্দোনেশীয় এবং একজন ঘানার নাগরিক৷ এদের উকিলরা শেষ মুহূর্তে নানা ধরনের আইনি ফ্যাকড়া দেখিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখার চেষ্টা করেছেন৷ সুকুমারন ও চান-এর আপিলের শুনানি ঠিক সেভাবেই পিছাল, কেননা তাদের উকিলরা যুক্তি দেখিয়েছিলেন যে, প্রেসিডেন্ট ‘জকোউই' কারাবাসের সময় দুই বন্দির মনোভাব ও আচরণের পরিবর্তনকে পর্যাপ্তভাবে বিবেচনা করেননি৷ অপরদিকে ফরাসি আসামির আপিলের রায় ঘোষণার তারিখ হলো ১৯শে মার্চ৷ কাজেই সেই অবধি কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকরি হওয়ার সম্ভাবনা নেই৷

অস্ট্রেলিয়া সরকার সিডনির দুই অভিবাসী সুকুমারন ও চান-এর মৃত্যুদণ্ড মকুব করার জন্য কূটনীতি এবং প্রচারণা পর্যায়ে প্রায় সব পন্থা পরখ করে দেখেছেন এবং দেখছেন৷ ২০০৪ সালের সুনামির পর অস্ট্রেলিয়া যে ইন্দোনেশিয়াকে প্রায় ১০০ কোটি ডলার পরিমাণ সাহায্য দিয়েছিল, সে'কথা স্মরণ করিয়ে দেওয়া থেকে শুরু করে সর্বশেষ প্রচেষ্টা: ৫ই মার্চ তারিখে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ নাকি জাকার্তাকে পাঠানো একটি পত্রে এই প্রস্তাব দিয়েছেন যে, ক্যানবেরা সরকার সুকুমারন ও চান-এর যাবজ্জীবন কারাদণ্ডের সব খরচ বহন করতে রাজি৷ এ খবর দিয়েছে সিডনি হেরাল্ড পত্রিকা আজ বৃহস্পতিবার৷ চিঠি পাওয়ার তিনদিন পরে ওই পক্ষের জবাব: ইন্দোনেশীয় আইনে এমন কোনো সূত্র নেই, যার ভিত্তিতে এ ধরনের বিনিময় করা যেতে পারে৷

এই টানাপোড়েনের মধ্যেই ৪৮ বছর বয়সি এক জার্মানকে গত সেপ্টেম্বর মাসে ব্যাংকক থেকে বালিতে কোকেইন পাচারের দায়ে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে৷ আদালত নাকি বলেছেন, একদিকে অভিযুক্তের ব্যবহার ও সহযোগিতার দরুণ, অন্যদিকে এটা তার প্রথম অপরাধ বলে মৃত্যুদণ্ড প্রদান করা হয়নি৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান