মেকআপ কেন করে মানুষ? কেউ হয়তো নিজের আরো সুশ্রী করে তুলতে চান, কেউ নিজের চেহারায় ‘খুঁত’ রয়েছে ধরে নিয়ে সেটাকে আড়াল করতে চান৷ কিন্তু এই ধারণাকে চ্যালেঞ্জ করে নতুন এক ধরনের মেকআপ জনপ্রিয় হয়ে উঠছে৷ তথাকথিত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়ে অনেকেই এখন নিজের মুখকে শিল্পের ক্যানভাসে পরিণত করেছেন এবং নানা ধরনের অভিব্যক্তি ফুটিয়ে তুলছেন৷