মেক্সিকোতে পাঁচটি সমলিঙ্গ জুটির বিয়ে
১২ মার্চ ২০১০মেক্সিকো সিটির মেয়র মার্সেলো এবরার্ড'এর উপস্থিতিতে চারটি জুটির বিয়ের সনদপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়৷ ২০ মিনিটের সংক্ষিপ্ত বিয়ে অনুষ্ঠানের পর ওই সনদ প্রদান করা হয়৷ মেক্সিকোর রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে৷
সমলিঙ্গদের জন্য নতুন এই বিয়ের আইন চালুর আগে আগে ফেব্রুয়ারি মাসে মেক্সিকো সিটির সিভিল রেজিস্ট্রি বিচারকদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ সিভিল রেজিস্ট্রি বিচারক হেগেল কোর্টেস বৃহস্পতিবারের ওই বিয়ের অনুষ্ঠানে বলেন, ‘‘আজ একটা ঐতিহাসিক দিন৷'' তিনি বলেন, ‘‘এর মধ্য দিয়ে মানুষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধিকার সমাজে অঙ্গীভূত হল৷''
এছাড়া, অপর একটি জুটি মেক্সিকোর অন্য রাজ্য থেকে বিমানে করে এসে সেখানে বিয়ে করেন৷ তবে, পৌছাতে দেরি হওয়ায় তারা সবার সঙ্গে একত্রে ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেনি৷ সারা দেশেই নতুন এই বিয়ের আইন কার্যকর হলেও, শুধুমাত্র মেক্সিকো সিটিতেই এভাবে বিয়ে করার সুযোগ আছে৷
মেক্সিকো সিটির পুরনো সিটি হলে ব্যাপক উৎসাগ উদ্দীপনার মধ্য দিয়ে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়৷ বিয়ের পর প্রথা অনুসারে নবদম্পতিরা পরষ্পরকে চুমু খান৷ এসময় হলভর্তি দর্শক করতালি আর হাসির ফোয়ারায় তাদের অভিনন্দন জানায়৷ এই জুটিদের বন্ধুবান্ধব ছাড়াও বহু উৎসুক মানুষ এতে যোগ দেয়৷
মেক্সিকোয় সমলিঙ্গদের জন্য তৈরি এই নতুন বিবাহ আইনে দম্পতিদের সন্তান দত্তক নেওয়ারও অধিকার দেওয়া হয়েছে৷
প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ
সম্পাদনা : দেবারতি গুহ