মেসি নামছেন কলকাতার মাঠে
১ সেপ্টেম্বর ২০১১বিজ্ঞাপন
মেসি'কে দেখার জন্য কলকাতা পাগল৷ যে কলকাতা তার নতুন প্রেম ক্রিকেট সত্ত্বেও পুরনো প্রেম ফুটবলকে কোনোদিনই ভুলতে পারেনি৷ ‘আজকাল' পত্রিকার ক্রীড়া সাংবাদিক কাশীনাথ ভট্টাচার্য্য মেসির দমদমে পদার্পণের সময়েই তাকে দেখেছেন, পরে হোটেলের সামনেও৷ আর্জেন্টিনার কোচ সাবেইয়া'র সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন কাশীনাথ৷ শুক্রবারের খেলা শেষ হলেই তাকে আবার ঢাকা যেতে হবে নাইজিরিয়ার বিরুদ্ধে মেসি অ্যান্ড কো'র খেলা দেখার জন্যে৷
কাশীনাথ মেসি'কে বিশ্বের চিরকালের সেরা বিশজন প্লেয়ারের মধ্যে ফেলেন৷ অপরদিকে ভারতীয় ফুটবলের বর্তমান কিংবা ভবিষ্যৎ সম্পর্কে তাঁর কোনো আকাশকুসুম কল্পনা নেই৷ মেসি'র জোয়ার আসার এবং যাবার পরেও ভারতীয় ফুটবল তার চড়াতেই পড়ে থাকবে, বলে এই ফুটবলপ্রেমী ক্রীড়া সাংবাদিকের ধারণা৷
সাক্ষাৎকার: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক