মেসি যেভাবে ব্রাজিলের বড় সাফল্যের প্রেরণা
পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল কেন ২১ বছর ধরে বিশ্বকাপখরায়? চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিই বা কিভাবে এই খরা কাটানোয় ভূমিকা রাখতে পারেন? জেনে নিন ছবিঘরে...
ব্রাজিলে হাহাকার
ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে৷ তারপর মোট পাঁচটি আসর হলেও একটি বার ফাইনালেও উঠতে পারেনি সেলেসাওরা৷ তা ফুটবল পরাশক্তিদের এমন ট্রফিখরায় বহুবার পড়তে দেখা গেছে৷ ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তো এ সাফল্য পেয়েছে ৩৬ বছর পর৷ তবে ব্রাজিলে হাহাকারটা তারপরও আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি৷ ২১ বছর ধরে তাদের যে শুধু বিশ্বকাপ নেই তা নয় কিন্তু, একজন লিওনেল মেসিও তো নেই তাদের!
স্পষ্টবাদী লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা নিজের বিশ্বাসের কথা খুব স্পষ্ট করে, একেবারে সোজাসুজি বলতে পছন্দ করেন৷ ব্রাজিল কেন দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জেতে না- এ প্রশ্নের একটা উত্তরই আছে তার কাছে আর তা হলো- একজন মেসি নেই বলে! চলতি সপ্তাহে মেসি অষ্টমবারের মতো ব্যালঁ ডি অ’র জেতার পর সে কথাই বলেছেন তিনি৷
মেসির প্রশংসায় লুই ইনাসিও লুলা ডা সিলভা
ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা যেভাবে মেসিবন্দনা করেছেন, তা ইতিহাসে বিরল৷ পেলে, গারিঞ্চা, ভাভা, ডিডি, কার্লোস আলবার্তো, জিকো, সক্রেটিস, রোনালদো, রিভালদো, রোনালদিনিও, এমনকি এ যুগে নেইমারের মতো ফুটবলপ্রতিভা নিজের দেশে এলেও লুলা মনে করেন, ব্রাজিলকে আবার বড় সাফল্য এনে দিতে মেসিকেই আদর্শ মানা উচিত ব্রাজিলের তরুণ ফুটবলারদের!
মেসি কেন?
যে দেশ চোখ জুড়ানো ফুটবল খেলে অনেক প্রতিপক্ষের মনে ঈর্ষা জাগানো অগুণতি সাফল্য এনে দেয়া অসংখ্য তারকা পেয়েছে, সে দেশের তরুণদের মেসিকে কেন আদর্শ মানতে হবে? এর উত্তরে লুলা পরোক্ষভাবে যা বলেছেন তা হলো, নতুন এক সময়ে প্রবেশ করেছে ফুটবল৷ এখন তরুণরা সমকালীন তারকাদের অনুসরণ করেই সাফল্যের স্বপ্ন দেখতে চায়, অথচ ব্রাজিলে এই মুহূর্তে নেইমারের মতো জনপ্রিয় তারকা থাকলেও মেসির মতো সব বিচারেই তারকা একজনও নেই!
মেসি কেন এত সফল?
সাফল্যের জন্য প্রতিভা, দক্ষতা এবং সাফল্যের ক্ষুধা- এই তিনের সমন্বয় খুব জরুরি৷ মেসি নিঃসন্দেহে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত৷ তাই ব্রাজিলের প্রেসিডেন্ট মনে করেন, ‘‘৩৬ বছর বয়সি এক খেলোয়াড়, যিনি কিনা গত বছর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন আর এ বছর ব্যালঁ ডি অ’র জিতলেন, তিনি গিয়ে খেলছেন যুক্তরাষ্ট্রের লিগে! মেসি ব্রাজিলের খেলোয়াড়দের সামনে প্রেরণাদায়ী দৃষ্টান্ত হবেন না এমনটি হতেই পারে না৷’’
মেসির যা আছে আর ব্রাজিলিয়ানদের নেই
লুলা মনে করেন, ব্রাজিলের অনেক প্রতিভা খুব কম বয়সে বড় বড় ক্লাবে খেললেও একসময় যে হারিয়ে যায়, তার অন্যতম কারণ এই মুহূর্তে তাদের সামনে খুব সফল বড় কোনো তারকার অনুপস্থিতি৷ তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘একজন পেশাদার (ফুটবলার) নিয়মিত নাইট পার্টিতে যাবেন আবার ব্যালঁ ডি অর-ও জিতবেন- তা সম্ভব নয়৷ দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে আপনি আসলে খুব বেশি কাজের না৷’’ কথাটা কি নেইমারের উদ্দেশ্যে বলা?