এখনও মেসির দেখা পেতে আগ্রহী সে
২৬ ফেব্রুয়ারি ২০১৬মেসির দেয়া জার্সি আর বল নিতে বৃহস্পতিবার কাবুল গিয়েছিল আহমাদি৷ সে ও তার পরিবার থাকে তালেবানের অন্যতম ঘাঁটি ঘজনি প্রদেশে৷ কাবুলে ইউনিসেফ কর্মকর্তারা আহমাদিকে জার্সি আর বল দিলে সে জার্সি পরে সেখানেই কিছুক্ষণ খেলা করে৷ সেই ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবে৷ মেসি যেমন বাঁ পায়ে শট নিতে সিদ্ধহস্ত, ছোট্ট আহমাদিকেও তেমনি বাঁ পায়ে শট নিতে দেখা গেছে৷
আর্জেন্টিনা জাতীয় দল আর বার্সেলোনার জার্সি পেয়ে ভীষণ খুশি আহমাদি৷ তবে সে এখনও মেসির সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছে৷ বার্তা সংস্থা এএফপিকে শুক্রবার সে ঐ আগ্রহের কথাই জানিয়েছে৷ আহমাদির বাবা আরিফ আহমাদিও এএফপিকে বলেন, ‘‘মেসির অটোগ্রাফ দেয়া জার্সি পেয়ে সে খুব খুশি৷ কিন্তু সে মেসির সঙ্গে সামনাসামনি দেখা করতে চায়৷''
মেসিও আহমাদির সঙ্গে দেখা করতে আগ্রহী৷ এজন্য তাঁর পক্ষ থেকে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল৷ কাবুলের স্পেন দূতাবাসও সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছিল৷ কিন্তু যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানে গিয়ে মেসির পক্ষে আহমাদির সঙ্গে দেখা করা সম্ভব হয়ে ওঠেনি, আহমাদিকেও স্পেনে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগের কথা এখনো জানা যায়নি৷
জেডএইচ/এসিবি (এএফপি)