মেয়েকে বাঁচাতে গিয়ে এবার মায়ের মৃত্যু
২৮ অক্টোবর ২০১০মাকে হত্যা
‘বখাটেরা এবার নিল মায়ের প্রাণ' - মেয়েকে টিজ করার প্রতিবাদ করায় এবার খুন হতে হলো এক মাকে৷ ফরিদপুরের মধুখালীতে গতকাল বখাটেদের মোটর সাইকেলের চাপায় প্রাণ হারান চাঁপা রানী ভৌমিক৷ এই ঘটনায় অভিযুক্ত রনি এবং তার বন্ধুদের এখনো আটক করেনি পুলিশ৷ এদিকে দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘ইভ টিজিং এর জন্য দায়ী কাউকে রেহাই দেয়া হবেনা: প্রধানমন্ত্রী'৷ বুধবার ঢাকায় একথা বলেন শেখ হাসিনা৷ এসময় তিনি বখাটেদের হাতে কলেজশিক্ষক মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে আরেক খবর৷ শিরোনাম, ‘কঠোর আইনের ঘোষণায়ও কমছে না ইভ টিজিং'৷ নারী উত্ত্যক্তের ঘটনা কোনভাবেই কমানো যাচ্ছেনা৷ গত ১৫ দিনে ইভ টিজিং এর প্রতিবাদ করায় প্রাণ হারিয়েছেন দু'জন৷
বিমানে ধর্মঘট
‘পাইলটদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল বোর্ড' - দৈনিক যুগান্তরের শিরোনাম এটি৷ বৈমানিকদের কাজে ফিরতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে৷ শনিবার বেলা ১১টার মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে৷ অন্যথায়, ধর্মঘটি বৈমানিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ৷ দৈনিক সমকাল অবশ্য দিচ্ছে আরেক খবর, ‘৪৮ ঘণ্টার আলটিমেটাম, পাইলটদের প্রত্যাখ্যান'৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘দুই পক্ষের অনড় অবস্থানের বলি হচ্ছে বিমান'৷ এদিকে, ধর্মঘটের কারণে লন্ডভন্ড হয়ে গেছে বিমানের উড়ালসূচি৷
ঢাকায় খাল উদ্ধার
দৈনিক ইত্তেফাক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘খাল উদ্ধার থমকে গেছে'৷ ঢাকার ছয়টি খাল দখলমুক্ত করার কথা ছিল এই মাসের মধ্যেই৷ কিন্তু ওয়াসা তা পারেনি৷ এখন বলা হচ্ছে, আগামী নভেম্বরের মধ্যে খালগুলো দখলমুক্ত করা হবে৷
কামরানকে উদ্ধার
‘বৈশাখি টিভির প্রতিবেদক কামরান করিম উল্লাপাড়ায় উদ্ধার' - দৈনিক প্রথম আলো জানাচ্ছে এই খবর৷ দিন কয়েক আগে সাংবাদিক কামরান করিম অপহৃত হন৷ তবে, উদ্ধারের পর কারা তাঁকে অপহরণ করেছিল তা জানাতে পারেননি কামরান৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই