টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার লড়াইয়ে ভারতের নরেন্দ্র মোদী৷ তিনি শুধু দেশেই না আন্তর্জাতিকভাবেও একজন বলশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ তার ‘স্ট্রংম্যান ইমেজ’ আর হিন্দু জাতীয়তাবাদ তাকে ক্ষমতায় বহাল রাখবে বলে অনেকেই ভাবছেন৷ কিন্তু তার বিরুদ্ধেই কিনা নির্বাচনের আগে অভিযোগ উঠেছে বিরোধীদের দমনে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের৷ কিন্তু কেন?