মোবাইল ইন্টারনেটে বাংলাদেশে খরচ কম?
মোবাইলে ইন্টারনেট ব্যবহারে কোন দেশে খরচ কত, তা তুলনা করেছে কেবেল ডটকো ডটইউকে৷ ২৩০ দেশের ৬,৩১৩টি মোবাইল ডেটা প্যাকেজ পরীক্ষা করা হয়েছে৷ খতিয়ে দেখা হয়েছে, এক জিবি মোবাইল ইন্টারনেট ব্যবহারে কোন দেশে কত টাকা খরচ হয়৷
এক জিবি ইন্টারনেটের খরচ
বিশ্বে এক জিবি মোবাইল ইন্টারনেটের গড় খরচ ৮.৫৩ ডলার৷ সবচেয়ে ব্যয়বহুল আফ্রিকা, ওশেনিয়া আর ক্যারিবীয় অঞ্চলে৷ আর সাশ্রয়ী দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোতে৷
সবচেয়ে সাশ্রয়ী ভারত
গোটা বিশ্বের মধ্যে মোবাইল ইন্টারনেটের সবচেয়ে সাশ্রয়ী দাম ভারতে৷ ১ জিবির জন্য গড়ে মাত্র ০.২৬ ডলার খরচ করলেই চলে৷ শ্রীলংকায় খরচ করতে হয় ০.৭৮ ডলার, বাংলাদেশে ০.৯৯ ডলার, ভুটানে ১.২৫ ডলার আর পাকিস্তানে খরচ পড়ে ১.৮৫ ডলার৷ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপালে ১ জিবি ইন্টারনেটে খরচ সবচেয়ে বেশি ২.২৫ ডলার৷
সাশ্রয়ী ইন্টারনেটে বাংলাদেশ ১৩তম
বাংলাদেশের ৫৩টি ডেটা প্ল্যান পরীক্ষা করেছে প্রতিষ্ঠানটি৷ এর মধ্যে সবচেয়ে কম প্রায় ১৫ টাকার ১ জিবি ডেটা যেমন আছে, তেমনি সর্বোচ্চ ৩২০ টাকাও খরচ করতে হয় ব্যবহারকারীদেরকে৷ গড়ে খরচ পড়ে ৮২.৮৫ টাকা বা ০.৯৯ ডলার৷ এর চেয়ে কম দামে মিলে বিশ্বের ১২টি দেশে৷
যুক্তরাষ্ট্র, ক্যানাডায় কিছুটা বেশি
যুক্তরাষ্ট্র ও ক্যানাডায় মোবাইল ইন্টারনেটের দাম বৈশ্বিক গড়ের চেয়ে কিছুটা বেশি৷ যুক্তরাষ্ট্রে ১ জিবি ইন্টারনেটের দাম ১২.৩৭ ডলার৷ ক্যানাডায় মিলবে তার চেয়ে কিছুটা কমে ১২.০২ ডলারে৷
ইউরোপে দামে বৈচিত্র্য
ইউরোপে মোবাইল ইন্টারনেটের দাম সবচেয়ে কম ফিনল্যান্ডে৷ গড় মূল্য ১.১৬ ডলার৷ আর সবচেয়ে বেশি ৩২.৭১ ডলার গুণতে হয় গ্রিসে৷ যেখানে জার্মানিতে ৬.৯৬ ডলার, যুক্তরাজ্যে ৬.৬৬ ডলার, ফ্রান্সে ২.৯৯ ডলার, ইতালিতে ১.৭৩ ডলার খরচ হয়৷
মধ্যপ্রাচ্যে খরচ বেশি আরব আমিরাতে
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ইন্টারেনেটের দাম সবচেয়ে বেশি৷ ১ জিবি গড় খরচ ১০ ডলারের বেশি৷ তার চেয়ে প্রায় অর্ধেক দাম সৌদি আরবে৷ এই অঞ্চলে ব্যবহারকারীদের সবচেয়ে কম দামে মাত্র ৯০ সেন্টে ইন্টারনেট ১ জিবি ডাটা কেনা যায় ইসরায়েলে৷
৬,০০০ টাকায় ১ জিবি!
মোবাইল ইন্টারনেট সবচেয়ে ব্যয়বহুল জিম্বাবুয়েতে৷ সাব সাহারা আফ্রিকার দেশটিতে ১ জিবি ইন্টারনেট ব্যবহারে গড়ে প্রায় ৬ হাজার টাকা বা ৭৫.২০ ডলার খরচ হয়ে যাবে৷ সবচেয়ে খরুচে মোবাইল ইন্টারনেটের ৫টি দেশের ৪টিই এই অঞ্চলের৷