1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার বাড়ছে

২৪ ডিসেম্বর ২০০৯

বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকরীর সংখ্যা বাড়ছে৷ মোট ব্যবহারকারীর ৮০ ভাগই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন৷

https://p.dw.com/p/LD7k
ফাইল ফটোছবি: DW

তথ্যপ্রযুক্তি সচিব আব্দুল আউয়াল মজুমদার বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ২০২১ সাল নাগাদ সারাদেশ ইন্টারনেট কভারেজের আওতায় আসবে৷ সচিবালয়ে এ নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার৷ তিনি জানান, মোবাইল ফোন বাংলাদেশে ইন্টারনেটকে সহজলভ্য করেছে৷

বাংলাদেশে এখন প্রতি বছর শতকরা তিনভাগ হারে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে৷ দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী কমপক্ষে ৫০ লাখ৷ এর মধ্যে ৪৬ লাখ মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন৷ বাকী মাত্র চার লাখ ব্যবহারকারী কম্পিউটারে ব্রডব্যান্ড অথবা ডায়ালআপ ইন্টারনেট ব্যবহার করছেন৷ মোস্তফা জব্বার জানান, বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে সরকার এখন উদারনীতি গ্রহণ করেছেন৷ ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়বে৷ কারণ নতুন প্রযুক্তির ফলে ইন্টারনেটের খরচ কমে আসবে৷

তথ্য প্রযুক্তি সচিব জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা বাংলাদেশ সরকার দিয়েছে তা বাস্তবায়ন করতে ইন্টারনেট আরও সহজলভ্য করা হচ্ছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক