ম্যাগসাইসাই পেলেন করভি রাখসান্দ
৩১ আগস্ট ২০২৩বিজ্ঞাপন
দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব,সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করা এবং তরুণ প্রজন্মকে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করায় করভি রাখসান্দকে এই পুরষ্কারের জন্য মনোনীত করা হয়৷
প্রবর্তনের ৬৫তম বার্ষিকীতে আরও মোট চারজনকে পুরস্কার দেয়া হয়৷ ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল ফেরের এ বছর পুরষ্কার পেয়েছেন৷
এর আগে ড. মুহাম্মাদ ইউনুস, স্যার ফজলে হাসান আবেদ, মতিউর রহমান, ডাঃ জাফরুল্লাহ চৌধুরি ও সৈয়দা রিজওয়ানা হাসানসহ বেশ কয়েকজন বাংলাদেশ থেকে ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন৷
এসএইচ / কেএম (দ্য ডেইলি স্টার)