ম্যাচের কাঠি দিয়ে শিল্পকর্ম
ক্রোয়েশিয়ার শিল্পী টোমিস্লাভ হোরভাট ম্যাচের কাঠি দিয়ে লাইফ-সাইজের শিল্পকর্ম সৃষ্টি করেন৷ এখন তিনি ইটালীয় ভাস্কর ও পেইন্টার মিকেলাঞ্জেলোর ‘ডেভিড’ ভাস্কর্য বানানোর কাজ করছেন৷
উপকরণ হিসেবে ম্যাচের কাঠি
ক্রোয়েশিয়ার শিল্পী টোমিস্লাভ হোরভাট ম্যাচের কাঠি দিয়ে শিল্পকর্ম বানান৷ শুরুতে ছোট আকারের শিল্পকর্ম বানালেও পরবর্তীতে লাইফ-সাইজের ভাস্কর্য তৈরি শুরু করেন৷
প্রিয় অভিনেতার ভাস্কর্য
২০১৩ সালে হোরভাট ১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘দ্য গডফাদার’ মুভিতে তার প্রিয় মার্কিন অভিনেতা অ্যাল পাচিনোর একটি বসার দৃশ্যের ভাস্কর্য তৈরি শুরু করেন৷ ছবিতে সেই ভাস্কর্য দেখা যাচ্ছে৷ এটিই ছিল তার প্রথম লাইফ-সাইজের ভাস্কর্য৷
‘দ্য পিয়ানিস্ট’
প্রায় দুই লাখ ১০ হাজার ম্যাচের কাঠি দিয়ে এই শিল্পকর্মটি বানিয়েছেন ৩৪ বছর বয়সি হোরভাট৷
‘ডেভিড’ তৈরির কাজ চলছে
হোরভাট এখন ইটালীয় ভাস্কর ও পেইন্টার মিকেলাঞ্জেলোর ‘ডেভিড’ ভাস্কর্য বানানোর কাজ করছেন৷ শেষ হতে আরও দেড় বছর লাগতে পারে৷ ইতিমধ্যে ছয় বছর কাজ করে ফেলেছেন৷ প্রায় চার লাখ ৩০ হাজার ম্যাচের কাঠি লাগছে৷
অবকাঠামোর সহায়তা
এত বড় ভাস্কর্য তৈরির জন্য পেপিয়ার ম্যাচ বা কাঠ দিয়ে একটি অবকাঠামো তৈরি করে নেন হোরভাট৷
প্রদর্শনী
রাজধানী জাগরেবসহ ক্রোয়েশিয়ার বিভিন্ন গ্যালারিতে হোরভাটের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে৷ তবে এখনও এগুলো বিক্রির সিদ্ধান্ত নেননি তিনি৷