সমর্থকদের অভিনব প্রতিবাদ
২৯ মার্চ ২০১৪ব্রিটিশ ফুটবলের সবচেয়ে সফল ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন গত মৌসুমে অবসর নেন৷ তাঁর স্থলাভিষিক্ত হয়ে ছয় বছরের জন্য ক্লাবের দায়িত্ব নেন ডেভিড ময়েস৷ কিন্তু ম্যান ইউ এর ক্রমাগত হারের কারণে ভক্তদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি৷
অল্প কিছু সমর্থক ওল্ড ট্র্যাফোর্ড গ্রাউন্ডে ময়েসের প্রতি সমর্থন জানিয়ে একটা ব্যানার টাঙিয়েছে, ‘দ্য চোজেন ওয়ান'৷ অন্যদিকে, ম্যান ইউ-র অন্ধ সমর্থক একটি গ্রুপ অর্থ সংগ্রহ করছে একটি বিমান ভাড়া করার জন্য, যে বিমানে একটি বার্তা লেখা থাকবে, আর তা হল, ‘চোজেন রঙ, ময়েস আউট'৷ অর্থাৎ ‘ভুল নির্বাচন, ময়েসকে সরিয়ে দেয়া হোক'৷ শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাশটন ভিলার বিপক্ষে লড়বে রেড ডেভিলরা৷ সেই ম্যাচে এই অভিনব প্রতিবাদের হুমকি দিয়েছেন ম্যান ইউ ভক্তরা৷
তবে অ্যাশটন ভিলার ম্যানেজার পল ল্যামবার্ট বলেছেন, ‘‘ময়েস ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন৷ তাঁর বিরুদ্ধে যা করা হচ্ছে তা মাত্রাতিরিক্ত৷ আমার মনে হয় ময়েসের ম্যান ইউ-র সাথে থাকাই উচিত৷ এটা একটা বড় দায়িত্বের বোঝা, যেটা সামলাতে যে কারো অনেক সময় লাগবে৷ একটি বিমান ভাড়া করে তাঁকে সরিয়ে দেয়ার হুমকি একটু বেশি বাড়াবাড়ি৷''
মঙ্গলবার ম্যানচেস্টার সিটির কাছে নিজেদের মাঠে ম্যান ইউ এর ৩-০ গোলে হার এই মৌসুমে লিগে টানা দশম পরাজয়, যা দলটিকে পৌঁছে দিয়েছে সপ্তম স্থানে৷ মঙ্গলবারের ম্যাচের পর ম্যান ইউ এর ডিফেন্ডার রিও ফার্দিনান্দ বলেন, ‘‘আমরা চাই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী লড়াইটা লড়তে৷''
তবে শুধু ময়েসকে দোষ দেয়া যায় না৷ ম্যান ইউ এর অনেক খেলোয়াড় ইনজুরির কারণে ম্যাচ থেকে বাইরে রয়েছেন৷ ফার্দিনান্দও গত ম্যাচে পিঠে ব্যথা নিয়েই মাঠে নেমেছিলেন৷ অ্যাশটন ভিলার বিপক্ষে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন কিনা তাও অনিশ্চিত৷ এমনকি স্ট্রাইকার রবিন ভ্যানপার্সি গোড়ালিতে ইনজুরির কারণে মে মাসের আগে মাঠে নামতে পারবে না৷ এই মৌসুমে হোম গ্রাউন্ডে ১৫টি ম্যাচের মধ্যে ৬টি জয় পেয়েছে এবং ৬টিতে হেরেছে ম্যান ইউ৷ অন্যদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে ২৯টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে অ্যাশটন ভিলা৷
এদিকে শনিবার এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি৷
এপিবি/এসবি (এপি, এএফপি)