1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যন্ত্র দিয়ে নিজেই সংগীত সৃষ্টি করতে চান?

ফিলিপ ক্রেচমার/এসবি১ সেপ্টেম্বর ২০১৬

শিল্পকর্ম কি শুধু বোদ্ধাদের জন্য? মিউজিয়াম বা আর্ট গ্যালারির চার-দেওয়ালের মধ্যেই কি তা সীমাবদ্ধ রাখতে হয়? বার্লিনের এক শিল্পী ‘ইন্টারঅ্যাকটিভ ইনস্টলেশন' সৃষ্টি করে সাধারণ মানুষের নাগালে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

https://p.dw.com/p/1JtOl
Euromaxx Sendung 20.06.2016 - Euromaxx Niklas Roy
ছবি: DW

শিল্পকর্মের নাম বেশ জটিল – ‘সংগীত নির্মাণ যন্ত্র'৷ পোল্যান্ডের ভ্রোৎসোয়াভ শহরে এই ইনস্টলেশন শোভা পাচ্ছে৷ বাইরে থেকে এক হ্যান্ডেলের মাধ্যমে সেটি চালানো হয়৷ ফলে যে কেউ সংগীত পরিচালক হয়ে উঠতে পারেন৷

নিকলাস রয় এই যন্ত্র তৈরি করেছেন৷ বার্লিনের এই শিল্পী গ্যোটে ইনস্টিটিউট-এর এক প্রতিযোগিতায় জিতে তিন সপ্তাহের জন্য এই সাংগীতিক পপ-আপ প্যাভিলিয়ন তৈরি করার সুযোগ পেয়েছিলেন৷ তিনিও এই প্রথম তাঁর সৃষ্টির ফল শুনতে পাচ্ছেন৷ নিকলাস বলেন, ‘‘পুরোটা সময় জুড়েই ভাবার চেষ্টা করছিলাম, ব্যাপারটা কেমন হবে? এই প্রথম সব জোড়া দিয়ে একসঙ্গে সবটা শুনেছি৷ খুব ভালো লেগেছে৷ খুব ভালো চলছে, মানুষের বিপুল উৎসাহ দেখতে পাচ্ছি৷ এমনটাই তো চেয়েছিলাম৷''

যন্ত্র দিয়ে সংগীত সৃষ্টি করবেন যেভাবে...

মাস চারেক আগের দৃশ্য৷ নিকলাস রয় বার্লিনে নিজের ওয়ার্কশপে ‘সংগীত নির্মাণ যন্ত্র' তৈরির কাজে ব্যস্ত৷ তিনি মোট তিনটি যন্ত্র তার দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত করতে চান, যাতে অপরিকল্পিতভাবে সংগীত সৃষ্টি হয়৷ সবটাই সাধারণ মেকানিকাল প্রক্রিয়ায় ঘটছে৷ নিকলাস রয় বলেন, ‘‘এটা হলো আমার হালের যন্ত্র, এটা ড্রাম মেশিন হয়ে উঠবে৷ এখনো তাতে অনেক কিছুই লাগানো হয়নি৷ আপাতত মাত্র দু'টি ড্রামবিট রয়েছে৷ আর আছে মাত্র একটি চাকতি৷ সেইসঙ্গে আছে বেস ড্রাম৷''

অপরিকল্পিতভাবে সংগীত বাজবে বলে নিকলাস রয় যন্ত্রগুলি যতটা সম্ভব পরিবর্তনশীল রাখার চেষ্টা করছেন৷ তিনি নিজে কোনো বাদ্যযন্ত্র বাজান না বটে, কিন্তু সৃষ্টির মধ্যেই তাঁর সাংগীতিক বোধের পরিচয় পাওয়া যায়৷ রয় বলেন, ‘‘আসলে তো আমি সংগীত রচনা করছি৷ চাকা ও যন্ত্রপাতি দিয়ে কম্পোজ করছি৷ সেটা একটা প্রক্রিয়া৷ শেষে তা কেমন হবে, অবশ্যই তা নিয়ে ভাবনাচিন্তা করছি৷ ক্রমাগত ফাইন-টিউনিং করে চলেছি৷''

প্রতিবারই শেষ পর্যন্ত কিছু না কিছু সৃষ্টি হয়েছে৷ যেমন ২০১৫ সালে ভল্ফসবুর্গ শহরে এক বিজ্ঞান চর্চা কেন্দ্রের জন্য তিনি ৬ মিটার দীর্ঘ এই বিশাল পিনবল তৈরি করেছিলেন৷ কোনো প্রযুক্তিগত প্রশিক্ষণ ছাড়াই নিকলাস রয় কাজ করেন৷ পরীক্ষা-নিরীক্ষা, নাড়াচাড়ার মাধ্যমে সৃষ্টির কাজে মেতে ওঠেন৷

যেমন টেবিল-টেনিস অসংখ্য বল ভরা এই বিশাল পাইপের সিস্টেম৷ ক্রাকাউ শহরের গ্যোটে ইনস্টিটিউট-এ কয়েক সপ্তাহ ধরে এর প্রদর্শনী হলো৷ ভ্যাকুয়াম ক্লিনার মোটর দিয়ে এটি চালানো হয়েছিল৷ দর্শকরাও হাত লাগিয়েছিলেন৷

এটাই নিকলাস রয়-এর শিল্পকর্মের মৌলিক বৈশিষ্ট্য৷ তাঁর তৈরি ইনস্টলেশন-গুলি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অনেক কিছু করা যায়৷ তাই তাঁর সৃষ্টিকর্ম মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে সহজে দেখা যায় না৷ তিনি বলেন, ‘‘আমি এই পাঁচমিশালী দর্শকদের খুব পছন্দ করি৷ যারা সাধারণত আর্ট গ্যালারিতে যান না, তাদের জন্য শিল্প সৃষ্টি করতে আমার ভালো লাগে৷ পাবলিক স্পেস-এই সেই সুযোগ পাওয়া যায়৷ এটা করতে সবার জন্য আকর্ষণীয় বস্তু সৃষ্টি করতে হবে৷ না হলে উদ্যোগ সফল হবে না৷''

ভ্রোৎসোয়াভ শহরের মানুষ নিকলাস রয়-এর তৈরি ‘সংগীত নির্মাণ যন্ত্র' নিয়ে বেশ আমোদ পাচ্ছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য