‘আমিও তোর সঙ্গেই আছি!'
২০ জানুয়ারি ২০১৬২০১৩ সালে একে-অপরের হাত আঁকড়ে ধরে জন্ম নিয়েছিল যমজ বোন জিলিয়ান আর জেনা৷ সে সময় সংবাদমাধ্যমে বেশ সাড়া ফেলে ওদের গল্প৷ মনে পড়ে, ওদের মা সারাও কেমন অবাক হয়েছিলেন দুই মেয়ের পরস্পরের হাত ধরে জন্ম নেওয়ার ঘটনায়৷
আসলে অভিন্ন যমজ শিশুদের মধ্যে একটা অলৌকিক টান থাকে বলে মনে করেন অনেকে৷ একজনের অসুখ করলে অন্যজনেরও করে, একটির মন খারাপ করলে বিষণ্ণ হয় অপরে, এমনকি একজনকে মারলে অন্যটির ব্যথা লাগে বলেও বিশ্বাস করেন অনেকে৷
তারপরও এ ঘটনাটা কম অবিশ্বাস্য নয়৷ একটি শিশু পুরোপুরি সুস্থ হলেও যমজ বোনটিকে এখনো রাখতে হয়েছে ‘ইনকিউবিটারে'৷ এখনও নিজের ফুসফুসের সাহায্যে শ্বাস নিতে পারছে না সে৷ আর তাই তো নিজের খুদে হাতটা বোনের দিকে এগিয়ে দিল অন্যজন৷ বাবা দু'জনকে বুকে তুলে নেওয়ার পর, ও যেন হাত বাড়িয়ে দিয়ে বললো, ‘ভয় পাস না, আমিও তোর সঙ্গেই আছি!'
ভিডিওটি এর মধ্যেই ৯০ হাজার বার ‘শেয়ার' হয়েছে এবং ৬৬ লাখেরও বেশি মানুষ এটিতে ‘লাইক' দিয়েছে৷ আপনারা দিয়েছেন তো?
ডিজি/এসিবি