যাত্রীবাহী বিমানের টয়লেট থেকে সদ্যজাত শিশু উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০১০বাহরাইন থেকে ম্যানিলা আসে বিমানটি৷ বিমান থেকে সব যাত্রী নেমে গেছেন৷ প্রস্তুতি চলছে আবারো আকাশে উড়ার৷ গোটা বিমান জুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ৷ টয়লেট পরিষ্কার করতে গিয়ে ব্যবহৃত কাগজ ফেলার পাত্রে পাওয়া গেল একটি সদ্যজাত শিশু৷ একটি তোয়ালে জড়িয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল বিমানের টয়লেটের ঐ পাত্রে৷ শরীরে লেগে আছে রক্ত আর কিছু টিস্যু পেপার৷
তলব করা হলো জরুরি চিকিৎসক দলকে৷ ছেলে শিশুটিকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হলো হাসপাতালে৷ যত্নের সাথে পরিষ্কার করা হলো এই অতিথিকে৷ খুব দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও উত্তাপ দেওয়ার ব্যবস্থা করা হলো৷ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে চিকিৎসকরা জানালেন শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে৷ হাসপাতালের আবাসিক চিকিৎসক মারিয়া টেরেসা আগোর্স জানালেন, ‘‘শিশুটির স্বাস্থ্য ভালোই রয়েছে৷ ওজন প্রায় তিন কেজি৷''
ফলে তাকে তুলে দেওয়া হলো ফিলিপিন্সের কুইজন শহরের সমাজ সেবা দপ্তরের কর্মকর্তাদের কাছে৷ এখন চেষ্টা চালানো হচ্ছে, শিশুটির প্রকৃত পিতা-মাতাকে খুঁজে বের করার৷ শিশুটির জাতীয়তা এখনও নিশ্চিত করা না গেলেও, ধারণা করা হচ্ছে সৌদি আরব থেকে ফিলিপিন্সে পৌঁছার মধ্যেই আকাশেই তার জন্ম৷
বিমানবন্দরের কর্মকর্তারা ইতিমধ্যে এই শিশুর নামকরণ করে ফেলেছেন৷ ডাকা হচ্ছে ‘জর্জ ফ্রান্সিস' নামে৷ নামটি রাখা হয়েছে বিমান সংস্থা গাল্ফ এয়ার এর সংক্ষিপ্ত সংকেত ‘জিএফ' এর সাথে মিল রেখে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: ফাহমিদা সুলতানা