যানজট নিরসনে হকার উচ্ছেদ কোন কাজে আসবেনা
২৫ অক্টোবর ২০১০রাজধানীর ফুটপাথে ৮ থেকে ১০ লাখ হকার নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত৷ তাদের ওপর নির্ভর করে অনেক পরিবার৷ বিশ্লেষকরা মনে করেন, হকার উচ্ছেদ করে যানজট দূর করা সম্ভব নয়৷ কারণ রাজধানীতে যানবাহনের তুলনায় সড়ক যথেষ্ট নয়৷ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদষ্টা ড. মীর্জা আজিজুর ইসলাম ডয়চে ভেলেকে বলেন, পাতাল রেল বা আকাশ রেল করে যানজট কমান সম্ভব৷ নেয়া যেতে পারে আরো অনেক পদক্ষেপ৷ কিন্তু হকার উচ্ছেদ করে যানজট কমানোর সিদ্ধান্ত কোন কাজে আসবেনা৷
তিনি জানান, ব্যাংকক ও সিংগাপুরসহ বিশ্বের অনেক দেশেই হকারদের ফুটপাথে এধরনের ব্যবসা করার সুযোগ দেয়া হয়৷ এরসঙ্গে অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি জড়িত৷ হকারদের উচ্ছেদ করলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে৷ দেখা দিতে পারে সামাজিক অসন্তোষ৷
অন্যদিকে ১লা নভেম্বর থেকে হকার উচ্ছেদের কথা থাকলেও যোগাযোগ মন্ত্রণালয় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে৷ তারা চাইছে, ঈদের পর উচ্ছেদ অভিযান চালাতে৷ যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, মানবিক বিবেচনায় ঈদের পর থেকে হকার উচ্ছেদ করা হবে৷ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে জানান হয়েছে৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক