যানজট হ্রাসে ঢাকায় চারটি নতুন রাস্তা
৩ এপ্রিল ২০১০ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টার শীর্ষে স্থান দিয়েছে যানজটের বিষয়টিকে৷ এক্ষেত্রে একটি আশার খবর, অন্যদিকে একটি হতাশাব্যঞ্জক খবর দেওয়া হয়েছে৷ হতাশার খবর হলো, কারওয়ান বাজারের একটি গাড়ি রাখার জায়গায় ৬৫ টি দোকান-ঘর নির্মাণের অনুমতি দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন৷ ফলে যানজট আরো প্রকট হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে৷ তবে আশার খবর হলো, ঢাকার মানুষ চারটি নতুন রাস্তা পেতে যাচ্ছে, যা যানজট নিরসনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে৷ অবশ্য, চারটির মধ্যে দু'টি এই বছর এবং অপর দু'টির নির্মাণ কাজ শেষ হবে ২০১২ সাল নাগাদ৷ এই বছরে যে দু'টি নতুন রাস্তার নির্মাণ কাজ শেষে হবে তার একটি চলতি মাসেই আর অপরটি জুলাই মাস নাগাদ চলাচলের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে৷
ওষুধের যথেচ্ছ ব্যবহার
দৈনিক প্রথম আলোর ইন্টারনেট সংস্করণে শীর্ষ খবর হিসেবে স্থান পেয়েছে ওষুধের যথেচ্ছ ব্যবহার নিয়ে বিশেষ প্রতিবেদন৷ বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং বিশেষজ্ঞদের বরাত দিয়ে এতে বলা হচ্ছে যে, ওষুধের ঢালাও ও ভুল ব্যবহার হচ্ছে৷ গবেষকেরা বলছেন, ব্যবস্থাপত্রে অপ্রয়োজনীয় ওষুধ বেশি লেখা হচ্ছে৷ এতে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ছে এবং ক্ষেত্রবিশেষে ওষুধের কার্যকারিতা কমে যাচ্ছে৷ অন্যদিকে গ্রাহকের ওপর আর্থিক চাপ পড়ছে৷ এ ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি ও সমস্যা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বেশি৷ ওষুধ গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, রোগ নির্ণয়ের যথাযথ ব্যবস্থা না থাকায় চিকিৎসকেরা বেশি ওষুধ ব্যবহারের পরামর্শ দেন৷ পাশাপাশি অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নজরদারির ব্যবস্থা নেই বলে এর অপব্যবহার হচ্ছে বেশি৷
২,৯৩১ টি এনজিও'র নিবন্ধন বাতিল
দৈনিক প্রথম আলো এবং দি ডেইলি স্টারসহ কয়েকটি পত্রিকায় শিরোনাম হয়েছে ২,৯৩১ টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা তথা এনজিও'র নিবন্ধন বাতিলের খবরটি৷ বলা হয়েছে, নিষ্ক্রিয়তা, বাৎসরিক হিসাব নিরীক্ষা প্রতিবেদন জমা না দেওয়া এবং গঠনতন্ত্রবিরোধী কাজের অভিযোগে ১৬ জেলায় দুই হাজার ৯৩১টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন বাতিল করেছে সরকার৷ সমাজকল্যাণসচিব কামরুন নেসা খানম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধন নিয়ে অধিকাংশ সংস্থা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যবসা করে৷ তিনি বলেন, কোনো কোনো সংস্থার বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগ আছে৷ তবে কোন কোন সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ আছে, তা সচিব বা অধিদপ্তরের কর্মকর্তারা সুনির্দিষ্ট করে বলেননি৷
বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ শ্রমিক নিতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
প্রায় সব পত্রিকাতেই বিশেষভাবে স্থান পেয়েছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পক্ষের মন্তব্য এবং পাল্টা মন্তব্যের বিষয়টি৷ এই বিষয়টিকে বেশ জায়গা ছেড়ে দেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাকের পাতায়৷ তবে এর বাইরে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় স্থান পেয়েছে একটি আশার খবর৷ তা হলো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত৷ শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আরব আমিরাতে সফর শেষে ঢাকায় ফিরে বৃহস্পতিবার রাতে বিমান বন্দরে সাংবাদিকদের এ কথা জানান৷
প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়