যানজটিল কলকাতা
কলকাতা যেমন মিছিলের শহর, আবর্জনার শহর, তেমন যানজটের শহর হিসেবেও এর কুখ্যাতি রয়েছে৷ তবে পুরনো এই মহানগরী তার এই বদনাম আজকাল অনেকটা ঘোচাতে পারলেও, যানজটের হাত থেকে পুরোপুরি নিস্তার পায়নি৷
গাড়ির মিছিল
লোক বাড়ছে কলকাতায়, পাল্লা দিয়ে বাড়ছে গাড়িও৷ বিশেষ করে অফিস যাওয়ার ব্যস্ত সময়ে গাড়ির অবিরল স্রোত লেগেই থাকে৷
নিরুপায় অপেক্ষা
কখনও যদি বড় ধরনের যানজটে আটকে যায় গাড়ি, চুপচাপ বসে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না৷
আইন ভাঙার স্বভাব
কলকাতার যানজটের অন্যতম কারণ, গাড়িচালকদের এবং পথচারীদেরও আইন মেনে না চলার বদভ্যেস৷
যত্রতত্র পার্কিং
বড় রাস্তার ধারে গাড়ি পার্ক করতে অনুমতি দেয় পুরসভাই, কারণ তার থেকে ভালো আয় হয়৷ কিন্তু তাতে রাস্তা সরু হয়ে যায়, যানজট বাড়ে৷
ধীরগতির যান
পুলিসের নিষেধ আছে হাতে টানা রিক্সার মতো ধীরগতির যানের বড় রাস্তায় আসার, তবু তারা আসে৷ ট্র্যাফিকের গতি মন্থর হয়৷
বেপরোয়া অটোরিক্সা
ট্র্যাফিক সংকেত না মেনে বেপরোয়া চালানো এবং যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলায় বিশেষ দুর্নাম কলকাতার অটোরিক্সার৷
দোষী পথচারীরাও
আছে ফুটব্রিজ, আছে জেব্রা ক্রসিং, তাও কলকাতার লোকের বদভ্যাস যেখানে সেখানে রাস্তা পার হওয়া৷ দুর্ঘটনা ঘটে প্রায়ই, তাও অভ্যাস বদলায় না৷
পরিকল্পনায় খুঁত
যানজট কমাতে অনেক ফ্লাইওভার হয়েছে, কিন্তু রাস্তা চওড়া নয় বলে তাদের মুখে যানজট হয়৷ এ নিঃসন্দেহে পরিকল্পনারই খুঁত৷