1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্য বাংলাদেশকে ৯৩ মিলিয়ন ইউরো সহায়তা দেবে

রিয়াজুল ইসলাম১০ সেপ্টেম্বর ২০০৮

জলবায়ু পরিবর্তনের ক্ষতি ঠেকাতে যুক্তরাজ্য বাংলাদেশকে ৯৩ মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে৷

https://p.dw.com/p/FFQg
জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশ (ফাইল ফটো)ছবি: AP

লন্ডনে দু দেশের মধ্যে চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন-এ এই সহায়তা দেয়ার কথা জানালেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার৷

যৌথ সম্মেলনে দু দেশের পক্ষ থেকেই এই মত জানানো হয় যে জলবায়ু পরিবর্তন ঠেকাতে হলে আগামী বছরের কোপেনহাগেন সম্মেলনে সকলকে একটি ঐকমত্যে পৌছতে হবে৷ বিশেষ করে ডগলাস আলেক্সান্ডার সকলকে মনে করিয়ে দিয়েছেন যে কার্বন নির্গমন ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে না পারলে বাংলাদেশের লাখ লাখ মানুষ বিপন্ন হয়ে পড়বে৷

Bangladesch Wirbelsturm Zyklon Trauer
জলবায়ু পরিবর্তন ঠেকাতে না পারলে বাংলাদেশের লাখ লাখ মানুষ বিপন্ন হয়ে পড়বে (ফাইল ফটো)ছবি: AP

ডগলাস বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি সংকটে পরিণত হয়েছে৷ এটি আর ভবিষ্যতের কোন ঝুঁকির বিষয় নয়৷ এবং এটি ইতিমধ্যেই বাংলাদেশকে আক্রান্ত করতে শুরু করেছে৷ যদিও পরিস্থিতি ঠেকাতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে তবুও ডগলাস আলেক্সান্ডার এজন্য আন্তর্জাতিক উদ্যোগের ওপর বেশী জোর দিয়েছেন৷

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি ঠেকাতে ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে উন্নত দেশগুলোর কাছে সহায়তা চাওয়া হয়েছে৷ কারণ বাংলাদেশ মনে করে ব্যাপক হারে কার্বন নির্গমনের কারণে যেভাবে জলবায়ু বদলে যাচ্ছে তার জন্য উন্নত দেশগুলোই দায়ী যার ফলভোগ করতে হচ্ছে বাংলাদেশের মত নিম্নভুমির দেশগুলোকে৷

পরিবেশবিদদের আশংকা, জলবায়ু পরিবর্তনের ফলে আগামী বছরগুলোতে বাংলাদেশে বন্যা ও ঘুর্ণিঝড়ের মত প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়বে৷ গত বছর বন্যা ও ঘুর্ণিঝড়ে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিলো ২৮০ কোটি ডলার যা দেশটির জিডিপির চার শতাংশ৷

বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এএইচএম রেজাউল কবির বলেছেন, যেভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে তা সামলাতে আমাদেরকে আরও বেশী করে বাঁধ ও আশ্রয় কেন্দ্র সহ নানা অবকাঠামো তৈরী করতে হবে৷ এজন্য ২০২০ সালের মধ্যে কমপক্ষে ৪০০ কোটি ডলারের প্রয়োজন৷ আমরা মনে করি কার্বন নির্গমনের জন্য দায়ী দেশগুলো আমাদেরকে ক্ষতিপুরণ হিসেবে এ অর্থ দেবে৷ কারণ আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য তারাই দায়ী, বলেছেন তিনি৷

এদিকে কেবল বিদেশী সহায়তা নয় নিজ উদ্যোগেও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি ঠেকানোর চেষ্টা করছে বাংলাদেশ৷ বাংলাদেশ সরকার ইতিমধ্যে চার কোটি ৪০ লাখ ডলারের একটি তহবিল গঠন করেছে এ বিষয়ে৷

প্রসঙ্গত, জাতিসংঘের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসির তথ্যমতে আগামী ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ১৭ ভাগ ভুমি সমুদ্রে তলিয়ে যাবে৷ এর ফলে দুই কোটি লোক পরিবেশ উদ্বাস্তুতে পরিণত হওয়ার আশংকা রয়েছে৷