যুক্তরাজ্যে ভোট
যুক্তরাজ্যে পাঁচ বছরেরও কম সময়ে তৃতীয়বারের মত জাতীয় নির্বাচনে ভোট হচ্ছে৷ ভোটের ফলাফলের উপর দেশটির ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ প্রক্রিয়া অনেকাংশে নির্ভর করায় এবারের নির্বাচন বাড়তি গুরুত্ব পাচ্ছে৷
ভোটকেন্দ্র
ভোটের দিন লন্ডনে একটি ভোটকেন্দ্রের বাইরে এক ব্যক্তি আমেরিকার শিশুশিক্ষামূলক জনপ্রিয় সিরিজ সেসিমি স্ট্রিট এর চরিত্র এলমোর সাজে বসে আছেন৷
কনজারভেটিভ পার্টি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছেন৷ ব্রেক্সিট নিয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে বড় জয় চাই তাঁর৷ সর্বশেষ জনমত জরিপেও তার দলের জয়ের আভাস পাওয়া গেছে৷
লেবার পার্টি
প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন স্ত্রী লরা আলভারেজকে নিয়ে লন্ডনে একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন৷
স্কটিশ ন্যাশনাল পার্টি
গ্লাসগোর একটি ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বের হয়ে আসছেন স্কটিশ ন্যাশনাল পার্টির নিকোলা স্টার্জন৷ সঙ্গে এসএনপি প্রার্থী ডেভিড লিনডেন৷
ভোটার
যুক্তরাজ্যের লন্ডনে একটি ভোটকেন্দ্রে ভোট দিতে ঢুকছেন কয়েকজন ভোটার৷ ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া চূড়ান্ত করতে ব্যর্থ বরিস জনসন সরকার ডিসেম্বরের এ আগাম নির্বাচনের ডাক দিয়েছিল৷
ভোটের প্রস্তুতি
ভোটের দুইদিন আগে থেকেই যুক্তরাজ্যের সড়কগুলোতে এ ধরনের সাইনবোর্ড দেখা যায়৷ দেশটিতে গত পাঁচ বছরের মধ্যে এটি তৃতীয় জাতীয় নির্বাচন৷
বিক্ষোভ
জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরুর একদিন আগে লেবার পার্টির বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ হয়৷ বিক্ষোভকারীরা লেবার নেতা করবিনকে জঙ্গিবাদ বন্ধের আহ্বান জানান৷
প্রচার সমাবেশ
ব্রেক্সিটের পক্ষে প্রচার চালিয়েই আবারও ক্ষমতায় আসতে চাইছেন বরিস জনসন৷ তিনি যেকোনো মূল্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ চান৷