অন্তঃসত্ত্বা নারীদের ভিসা বন্ধের উদ্যোগ
২৪ জানুয়ারি ২০২০প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ‘অবৈধ অভিবাসন' বন্ধের ঘোষণা দিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প৷ এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে আসছে নারীদের অন্তঃসত্ত্বা অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়ার প্রবণতা বন্ধের উদ্যোগ৷
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইমিগ্রেশন স্টাজিজ-এর দেয়া তথ্য অনুযায়ী ২০১৬ সালের মাঝামাঝি থেকে ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত ‘জন্ম অভিবাসন' আইনের সুবিধা নিয়ে অন্য দেশ থেকে আসা নারীরা ৩৩ হাজার শিশুর জন্ম দিয়েছেন৷ ওই সময়ে যুক্তরাষ্ট্রে মোট ৩৮ লাখ শিশু জন্ম নিয়েছিল৷
এক বছর আগে যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী বিদেশ থেকে বড় অঙ্কের টাকার বিনিময়ে অন্তঃসত্ত্বা নারীদের ভিসা পেতে সহায়তা করে এমন তিনটি নেটওয়ার্ক ভেঙে দেয়৷
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, জাতীয় ও নাগরিক নিরাপত্তার স্বার্থে বি-ওয়ান এবং বি-টু ভিসা নিয়ে অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে ঘুরতে এসে সন্তান জন্ম দেয়ার মাধ্যমে নাগরিত্ব নেয়া রুখতে হবে৷ হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বিবৃতিতে বলেন, ‘‘জন্ম অভিবাসন শিল্প মূল্যবান হাসপাতাল সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে, অপরাধকর্ম বৃদ্ধিতেও ভূমিকা রাখছে৷''
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশে জন্ম নেয়া সব শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেয়ে যায়৷
নতুন আইনে কনসুলার অফিসারদের সন্দেহ হলে কারো বি ক্যাটাগরির ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন৷তবে ভিসাপ্রার্থী অন্তঃসত্ত্বা কিনা তা জানতে সরাসরি প্রশ্ন করা যাবে না বা কোনো পরীক্ষাও করানো যাবে না৷
এসিবি/কেএম (এএফপি)