1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে আত্মহত্যা প্রতিরোধে হটলাইন

১৫ ডিসেম্বর ২০১৯

ফেডারেল কমিউনিকেসন্স কমিশনের (এফসিসি) অনুমোদন পাওয়ার পর আত্মহত্যা  প্রতিরোধে যুক্তরাষ্ট্রজুড়ে তিন ডিজিটের একটি হটলাইন চালুর কাজ চলছে৷

https://p.dw.com/p/3Uq6w
DW Internes Quiz l on demand first
ছবি: Colourbox

হটলাইনটি চালু হয়ে গেলে ৯৮৮ তে ডায়াল করে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করা যাবে৷ যুক্তরাষ্ট্রের জরুরি নম্বর ৯১১ এ ডায়াল করে তারপর ওই নম্বর চাপতে হবে৷

বৃহস্পতিবার প্রস্তাব অনুমোদনের পর এফসিসি চেয়ারম্যান অজিত পাই বলেন, এই হটলাইন বিষণ্নতা হ্রাস করে জীবন রক্ষা করবে৷

যুক্তরাষ্ট্রে মানুষের মৃত্যুর কারণগুলোর মধ্যে তালিকায় দশম স্থানে আত্মহত্যা৷ গত দুই দশকে সেখানে আত্মহত্যার হার প্রায় ৩৩ শতাংশ বেড়ে গেছে৷

তাই যখন আত্মহত্যা প্রতিরোধে হটলাইন চালুর প্রস্তাব করা হয় তখন এফসিসির পাঁচ সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে সেটি পাস করে৷

এখন টেলিফোন সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৮ মাসের মধ্যে এই সার্ভিস চালু করতে হবে৷

অজিত পাই বলেন, ‘‘৯৮৮ নম্বরটা অনেকটা জরুরি নম্বর ৯১১ এর মতই শোনায়৷ আমাদের বিশ্বাস সংকটের সময় জরুরি সেবা নম্বরের মত সহজেই মানুষ এই সেবাটিও নিতে পারবে৷''

বর্তমানে যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন লাইফলাইন' নামে একটি সেবা চালু আছে৷

এসএনএল/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান