যুক্তরাষ্ট্রে এবার পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু
কৃষ্ণাঙ্গ কিশোরীর হাতে ছুরি ছিল৷ পুলিশ তাকে গ্রেপ্তারের অন্য কোনো চেষ্টা না করে সরাসরি গুলি চালায়৷ পুলিশের বিরুদ্ধে কোনো উসকানি ছাড়া এক কিশোরীকে হত্যার অভিযোগে ফুঁসে উঠেছে ওহাইয়োর মানুষ৷ দেখুন ছবিঘরে...
কী ঘটেছিল?
পুলিশের কাছে অভিযোগ আসে এক ব্যাক্তি সশস্ত্র অবস্থায় আতঙ্ক ছড়াচ্ছে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল কলম্বাস এলাকায় ছুটে যায় ওহাইয়োর পুলিশ৷ গিয়ে ছুরি হাতে ম্যাখিয়া ব্রায়ান্টকে দেখে তাকে ধরতে এগোলে সেই কিশোরী ছুরি ঘোরাতে শুরু করে৷সঙ্গে সঙ্গেই গুলি চালায় পুলিশ৷ ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটিতে ম্যাখিয়া ব্রায়ান্ট হত্যার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ৷
স্বজনের কান্না
ভাতিজি ম্যাখিয়া ব্র্রায়ান্ট নিহত হওয়ার পর তার ফুপু হ্যাজেল ব্রায়ান্ট ও আারেক স্বজনের কান্না৷
বিক্ষোভ
কলম্বাসে ম্যাখিয়া ব্রায়ান্ট পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ৷
ঘটনাস্থল
এখানেই ম্যাখায়া ব্রায়ান্টকে গুলি চালিয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা৷
সক্রিয় সংবাদমাধ্যম
সংবাদ মাধ্যমকে ঘটনা সম্পর্কে জানাচ্ছেন ম্যাখিয়া ব্রায়ান্টের ফুপু হ্যাজেল ব্রায়ান্ট৷
তদন্তকারীদের বিরুদ্ধে বিক্ষোভ
ঘটনাস্থলে চলছে পুলিশের তদন্ত৷ তাদের বিরুদ্ধেও বিক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা৷