যুক্তরাষ্ট্রে যেতে আঁধার রাতে নদী পাড়ি
রাতের আধারে রিও গ্রান্ডে নদী পার হয়ে অনেক অভিবাসী মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন৷ রয়টার্সের আলোকচিত্রি আদ্রিস লতিফ ক্যামেরাবন্দি করেছেন সেখানকার পরিস্থিতি৷
ভেলায় করে রিও গ্রান্ডে পার হচ্ছেন অভিবাসীরা
কেন্দ্রীয় এবং দক্ষিণ অ্যামেরিকা থেকে আসা অভিবাসীদের ভেলায় ভাসিয়ে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছেন মানবপাচারকারীরা৷ এভাবে রিও গ্রান্ডে নদী পার হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় টেক্সাসে৷
মা-ছেলে দুজনই অপ্রাপ্তবয়স্ক
হন্ডুরাসের ১৭ বছর বয়সি অভিভাবকহীন এঞ্জির সঙ্গে রয়েছে তার তিন বছর বয়সি ছেলে জেরাডো৷ চাঁদের আলোতে তারা অভিবাসীদের চলার পথ ধরে এগিয়ে চলেছে টেক্সাসের দিকে৷ সামনে কৃষ্ণকালো বন দেখে মায়ের কাঁধে বসা জেরাডো কিছুক্ষণ পরপরই বলছিল, ‘‘আমার ভয় করছে, এঞ্জি৷’’
পথ দেখাচ্ছে ন্যাশনাল গার্ড
কেন্দ্রীয় এবং দক্ষিণ আমেরিকা থেকে আসা একদল আশ্রয়প্রার্থীকে পথ দেখিয়ে এগিয়ে নেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন টেক্সাস আর্মি ন্যাশনাল গার্ডের এক সদস্য৷
অভিভাবকহীন শিশু অনেক
রিও গ্রান্ডে পার হয়ে টেক্সাসে প্রবেশ করা একদল অভিবাসীর সঙ্গে অভিভাবকহীন মেয়ে শিশুকে দেখা যাচ্ছে৷ এরকম অনেক শিশু আশ্রয়প্রার্থী হিসেবে টেক্সাসে প্রবেশ করছে৷
সীমান্তরক্ষীর কাছে ধরা
মেক্সিকো থেকে রিও গ্রান্ডি নদী পার হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছানো একদল আশ্রয়প্রার্থীর দিকে লাইট ধরেছেন এক সীমান্তরক্ষী৷
চন্দ্রগ্রহণের মাঝেই চলাচল
চন্দ্রগ্রহণের মাঝেই মেক্সিকো থেকে টেক্সাসে প্রবেশ করা একদল শিশু আশ্রয়প্রার্থীকে মোবাইল ব্যবহার করতে দেখা যাচ্ছে৷
শিশুদের পাশে ন্যাশনাল গার্ড
এল সালভাদোরের তিন বছর বয়সি আশ্রয়প্রার্থী ড্যানেয়েলাকে বহন করতে সহায়তা করছেন টেক্সাস আর্মি ন্যাশনাল গার্ডের এক সদস্য৷
অভিভাবকহীন ডেরি
হন্ডুরাস থেকে আসা ১৬ বছর বয়সি ডেরির সঙ্গে কোনো অভিভাবক নেই৷ রিও গ্রান্ডে নদী পার হয়ে টেক্সাসে প্রবেশের পর অন্যত্র যাওয়ার অপেক্ষায় আছেন তিনি৷
আশ্রয়প্রার্থীদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে
রিও গ্রান্ডে নদী পাড়ি দিয়ে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে প্রবেশ করা একদল আশ্রয়প্রার্থীকে বাসে করে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে৷