যুক্তরাষ্ট্রের গোরিলা করোনায় আক্রান্ত
১২ জানুয়ারি ২০২১বিজ্ঞাপন
পার্কের নির্বাহী পরিচালক লিসা পিটারসন সোমবার জানিয়েছেন, মলের নমুনা টেস্ট করে দুটি গোরিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে৷ তবে চিড়িয়াখানায়একসাথে থাকা আটটি গোরিলা করোনা ভাইরাসে আক্রান্ত বলে তাদের বিশ্বাস৷ এরই মধ্যে বেশ কয়েকটি গোরিলার কাশি শুরু হয়েছে৷ এই পার্কের বন্যপ্রাণীদের যারা যত্ন করে তাদের একজনের কাছ থেকে ভাইরাসটি গোরিলাদের শরীরে সংক্রমিত হয়েছে৷
বর্তমানে করোনা আক্রান্ত গোরিলাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে৷ তাছাড়া ভাইরাসের কোনও নির্দিষ্ট চিকিৎসা না থাকায় আপাতত গোরিলাদের ভিটামিনসহ খাবার দাবার দেওয়া হচ্ছে এবং তারা ভাল আছে৷ চিকিৎসকেরা অসুস্থ োগরিলাদের নিয়মিত দেখভাল করছেন৷
করোনাভাইরাসেরকারণে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর চিড়িয়াখানাটি গত ডিসেম্বর থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ৷
এনএস/কেএম(এপি, ডিপিএ)