1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপের মুখে ম্যার্কেল

১৮ জুলাই ২০১৩

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ যে নজরদারি করছে তা সরকার জানতো না – এমন দাবি আশি ভাগ জার্মানই বিশ্বাস করেন না৷ বিষয়টিতে কঠোর হওয়ার চাপ ক্রমাগত বেড়েই চলেছে ম্যার্কেল সরকারের ওপর৷ আসন্ন নির্বাচনে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এটি৷

https://p.dw.com/p/19A5z
German Chancellor Angela Merkel attends the handover ceremony of the annual report of the National Regulatory Control Council (NKR) at the Chancellery in Berlin July 2, 2013. REUTERS/Thomas Peter (GERMANY - Tags: HEADSHOT POLITICS)
ছবি: Reuters

সেপ্টেম্বরেই জার্মানির সাধারণ নির্বাচন৷ আঙ্গেলা ম্যার্কেলের জন্য টানা তৃতীয়বার চ্যান্সেলর হওয়ার সুযোগ৷ নানা সময়ে অনেক চড়াই-উৎরাই লৌহমানবীর দৃঢ়তায় পেরিয়ে এলেও ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)-এর শীর্ষ নেত্রী এ মুহূর্তে কিছুটা কোণঠাসা অবস্থায়৷ গত মাসে এডওয়ার্ড স্নোডেন বেশ কিছু গোপন তথ্য ফাঁস করার মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা গুগল, ফেসবুক, স্কাইপ এবং যুক্তরাষ্ট্রের আরো কিছু কোম্পানির সাইট ব্যবহারকারীদের তথ্য গোপনে জেনে নিচ্ছে৷ পরে যুক্তরাষ্ট্র সরকারও তা স্বীকার করেছে৷

ওবামা প্রশাসনের তরফ থেকে জানানো হয় ‘প্রিজম' নামের একটি কর্মসূচীর মাধ্যমে গোয়েন্দারা অনেক দিন ধরেই এ তৎপরতা চালিয়ে আসছে৷ অথচ যুক্তরাষ্ট্র সফর করে এসে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হান্স-পেটার ফ্রিডরিশ জার্মানির গোয়েন্দা বিষয়ক গোপন সংসদীয় কমিটিকে আবারও বললেন এ সব বিষয়ে জার্মানি আগে কিছু জানতোনা৷ কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে তাঁর যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে যে সব কথা বলেছেন সেগুলো বরং বিরোধীদের দিয়েছে আরো তোপ দাগানোর সুযোগ৷

বিরোধী সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের সংসদ সদস্য টোমাস অপারমান কমিটির চেয়ারম্যান হিসেবে তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন এসপিডির৷ যুক্তরাষ্ট্রের বিষয়ে সরকারের আরো কঠোর হওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি৷ এদিকে কোলনে দেয়া এক ভাষণে চ্যান্সেলর ম্যার্কেল বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রকে আমি বলতে চাই, জার্মানির মাটিতে জার্মান আইনই কার্যকর৷ ভবিষ্যতে আমরা এ আইনই প্রয়োগ করবো৷'' না করে উপায়ও নেই৷ এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের করিতকর্মা গোয়েন্দাদের তৎপরতার কথা জার্মানি জানতো না এটা শতকরা আশি ভাগ জার্মানই বিশ্বাস করেননা৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য