1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে টর্নেডোতে নিহত কমপক্ষে ৩১

২৩ মে ২০১১

রোববার মিসৌরির জপলিন শহরে বিধ্বংসী এই টর্নেডো আঘাত হানে৷ এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়৷ আরেকটি টর্নেডো বয়ে যায় মিনিয়াপোলিস শহরে৷ এতে একজন নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি৷

https://p.dw.com/p/11LYj
মিসৌরির জপলিন শহরছবি: dapd

রোববার বিকেলে মিসৌরিতে হানা দেয়া টর্নেডোতে মৃত্যুর সংখ্যা প্রায় ১০০ জনে পৌঁছতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মিসৌরির একজন কর্মকর্তা৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জপলিন শহরের হাসপাতাল এবং প্রধান সড়ক৷ ঝড়ো হাওয়ায় শহরটির টেলিফোন এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৷

Tornado im US-Bundesstaat Missouri Joplin
রাজ্যের বিভিন্ন প্রান্তে ধ্বংসলীলার ছাপছবি: dapd

নিউটন কাউন্টির মার্ক ব্রিজেস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জপলিন শহরের একটা জায়গা থেকেই ১১জনের লাশ উদ্ধার করা হয়েছে৷

এবছর বিরূপ আবহাওয়ার কারণে গত মাসে যুক্তরাষ্ট্রের সাতটি প্রদেশে টর্নেডো আঘাত হানে৷ এতে ৩৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে৷ মিসৌরির গভর্নর জে নিক্সন সিএনএন কে জানান, কতজন মানুষ মারা গেছে এই মুহূর্তে তার কোনো সংখ্যা আমাদের জানা নেই৷ তবে আমরা এটা নিশ্চিত যে অনেকেই মারা গেছে৷ মিসৌরির গভর্নর সেখানে জরুরি অবস্থা জারি করেছেন৷গভর্নর বলেছেন, তিনি মিসৌরির ন্যাশনাল গার্ডকে বলেছেন দেশটির নিরাপত্তা কর্মী এবং অন্যান্য সংস্থাকে এ দুর্যোগ মোকাবিলায় সাহায্য করতে৷

জপলিনের একজর পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, টর্নোডোর আঘাতে প্রায় পুরো শহরটিই ক্ষতিগ্রস্ত হয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক