রাজনীতিরাশিয়া
পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত করলেন পুটিন
২১ ফেব্রুয়ারি ২০২৩বিজ্ঞাপন
রুশ আইনপ্রণেতা ও সামরিক কমান্ডারদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় অস্ত্র সীমিতকরণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত রাখছেন। মঙ্গলবারের এ ভাষণে ‘নিউ স্টার্ট' পারমাণবিক অস্ত্র চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণাও দেন পুটিন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ২০১১ সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২১ সালে এর মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়।
ইউক্রেনে তার যুদ্ধ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে পুটিন বলেন, জনগণকে ‘মুক্ত' করার জন্য রাশিয়া লড়াই করছে। তার দাবি, ইউক্রেনীয়রা "নিজেদের শাসনের কাছে জিম্মি।’’
পুটিনের এমন দাবির জবাবে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, "পুতিনই এই সাম্রাজ্যবাদী যুদ্ধ শুরু করেন। পুটিনই যুদ্ধকে আরো ছড়িয়ে দিচ্ছেন।’’
একেএ/এসিবি (রয়টার্স, ডিপিএ)