1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাংবাদিকের আটকাদেশের মেয়াদ বাড়লো

২৪ আগস্ট ২০২৩

গত মার্চে গোয়েন্দাগিরির অভিযোগে আটক করা হয় ইভান গের্শকোভিচকে৷ যুক্তরাষ্ট্রের এই সাংবাদিকের কারাবাসের মেয়াদ আপাতত তিনমাস বাড়িয়েছে মস্কোর এক আদালত৷

https://p.dw.com/p/4VXkj
Russland | WSJ Reporter Evan Gershkovich vor Gericht in Moskau
ছবি: Evgenia Novozhenina/REUTERS

৩১ বছর বয়সি গের্শকোভিচকের এখনো বিচার শুরু হয়নি৷ মার্চে ইয়েকাতেরিনবুর্গ শহরে আটক হবার পর থেকেই তিনি কারাবন্দি৷ পুলিশের অভিযোগ, তিনি গোয়েন্দাগিরি করছিলেন৷ গের্শকোভিচ এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন৷ তার কর্মস্থল ওয়ালস্ট্রিট জার্নাল কর্তৃপক্ষও দাবি করেছে, তাদের হয়ে সাংবাদিকতা করতেই সেই শহরে গিয়েছিলেন গের্শকোভিচ৷ কিন্তু তাতে পুটিনের দেশে কারাজীবনের অবসান হয়নি৷

বৃহস্পতিবার সাদা প্রিজন ভ্যানে করে মস্কোর লেফোটোভস্কি আদালতে নেয়া হয় ইভান গের্শকোভিচকে৷ হাতকড়া পরানো হলেও জিন্সের প্যান্ট আর স্নিকার পরা অবস্থায় স্বাভাবিকই মনে হচ্ছিল তাকে৷ আদালত আটকাদেশের মেয়াদ আরো তিনমাস বাড়ানোয় আবার লেফোরটোভো কারাগারে ফিরে যান গের্শকোভিচ৷

লেফোরটোভো কারাগারের কয়েদিদের সঙ্গে অতি ‘রুক্ষ' আচরণের কুখ্যাতি রয়েছে৷ সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে গোয়েন্দা সংস্থা কেজিবি যাদের আটক করতো, তাদের নেয়া হতো এই কারাগারে৷

গের্শকোভিচের সঙ্গে অবশ্য কোনো অন্যায় আচরণের অভিযোগ ওঠেনি৷

এ মাসের শুরুতে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন ট্রেসি কারাগারে তার সঙ্গে দেখা করেন৷ আগের দুবারের মতো তৃতীয়বারের সাক্ষাৎ শেষেও তিনি জানান, গের্শকোভিচকে দেখে মনে হয়েছে স্বাস্থ্যের দিক থেকে তিনি ভালোই আছেন৷

বৃহস্পতিবার শুনানি শেষে লেফোটোভস্কি আদালতের এক মুখপাত্র জানান, ইভান গের্শকোভিচের আটকাদেশ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে৷ তারপর রাশিয়ায় গোয়েন্দাগিরির অভিযোগ সত্যি কিনা তা যাচাইয়ের জন্য শুনানি শুরু হতে পারে৷

যুক্তরাষ্ট্র মনে করে, গের্শকোভিচের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ তোলা মস্কোর ‘জিম্মি কূটনীতি'-র আরেক উদাহরণ৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক পেশাদার সাংবাদিককে এভাবে গোয়েন্দাগিরির অভিযোগে আটক করাকে শুরু থেকেই ‘ পুরোপুরি অবৈধ' বলছেন৷

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো সাংবাদিক আটক হওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৮৬ সালে৷ তখন ইউএস নিউজ-এর মস্কো প্রতিনিধি নিকোলাস ড্যানিলফকে আটক করেছিল কেজিবি৷ ড্যানিলফের বিরুদ্ধেও তোলা হয়েছিল গোয়েন্দাগিরির অভিযোগ৷

এসিবি/কেএম (এপি, এএফপি, রয়টার্স)