যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ায় আশ্রয় নিচ্ছেন লেবাননের নাগরিকরা
সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে। প্রাণ বাঁচাতে সিরিয়ায় আশ্রয় নিচ্ছেন লেবাননের নাগরিকরা। ইসরায়েলি হামলায় লেবাননের অন্তত ২৩০০ নাগরিক প্রাণ হারিয়েছেন।
ভোগান্তিতে বয়োজ্যেষ্ঠরা
হেঁটে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বয়োজ্যেষ্ঠরা। লেবানন থেকে সিরিয়ার সীমান্ত পাড়ি দেয়ার সময় এক বয়োজ্যেষ্ঠ নারীকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন এক তরুণ।
সহায়তায় রেড ক্রিসেন্ট
ইসরায়েলি হামলার পর মাসানা সীমান্ত পাড়ি দেয়া লেবাননের নাগরিকদের সহায়তা করছে সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট।
পালাতে হচ্ছে সবাইকেই
চলতি মাসে ইসরায়েলের হামলার পর লেবাননের যোগাযোগ মন্ত্রী সেখানকার সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেন। মাসানা সীমান্তে রেড ক্রিসেন্টের সহয়াতায় এক পঙ্গু ব্যক্তি সীমান্ত অতিক্রম করছেন।
বন্ধ রাস্তাঘাট ও পরিবহণ
সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সবাই হেঁটেই লেবানন আর সিরিয়ার মধ্যকার মাসানা সীমান্তে জড়ো হচ্ছেন
মাথায় বোঝা
লেবানন আর সিরিয়ার মধ্যকার মাসানা সীমান্ত অতিক্রম করার সময় লেবাননের এক নাগরিককে যাবতীয় সরঞ্জামাদি মাথায় করে নিয়ে যেতে দেখা যায়।
পরবর্তী গন্তব্য
সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় প্রবেশের পর অবশেষে বাস ও অন্যান্য যানবাহনের দেখা পাচ্ছেন লেবাননের শরণার্থীরা। মাসানা সীমান্ত থেকে বাসে করে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করছেন অনেকেই।