যুদ্ধাপরাধের আরো ৬ শতাধিক অভিযোগ
২২ জানুয়ারি ২০১৩আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যে ছয় শতাধিক নতুন অভিযোগ পড়ছে, তাতে প্রায় ৩০০০ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে৷ তারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগে বলা হয়ছে৷ ট্রাইবুনালের তদন্ত ‘টিম' এসব অভিযোগ পর্যায়ক্রমে যাচাই বাছাই করবে৷ প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তদন্ত শুরু হবে৷
ট্রাইবুনালের তদন্ত সমন্বয়কারী আব্দুল হান্নান খান জানান, এখন তারা ১২ জনের বিরুদ্ধে তদন্ত করছেন৷ তদন্ত শেষ হলে প্রতিবেদন দাখিল করা হবে৷ আর যাদের বিরুদ্ধে তারা তদন্ত রিপোর্ট দিয়েছেন, তা যে যথার্থ জামায়াত নেতা আবুল কালাম আযাদের বিরুদ্ধে ট্রাইবুনালের দেয়া রায়ের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে৷
তিনি বলেন, যুদ্ধাপরাধের তদন্ত করতে গিয়ে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ এর মধ্যে অন্যতম হলো যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখন সামাজিক এবং আর্থিক দিক দিয়ে বেশ প্রভাবশালী৷ তাই তাদের বিরুদ্ধে তথ্য এবং সাক্ষী সংগ্রহ বেশ কষ্টসাধ্য৷ অনেকেই ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে চান না৷ তবে যত বাধাই আসুক না কেন, তাঁরা তাদের তদন্ত কাজ অব্যাহত রাখবেন বলে জানান হান্নান খান৷