যুদ্ধাপরাধের বিচার দাবি
১৭ সেপ্টেম্বর ২০১২পাওলো সার্জিও পিনেইরোর নেতৃত্বাধীন তদন্ত কমিটি আরো বলেছে, সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর সঙ্গে জিহাদি দলগুলোও যোগ দিয়েছে এবং তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে৷
ব্রাজিলের এ কূটনীতিক জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ২১ তম অধিবেশনে এসব তথ্য দেন৷ তিনি আরো জানান, গত ১৮ মাসে সিরিয়ায় ২৩ হাজারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে, ১২ লাখ মানুষ গৃহহারা হয়েছে এবং প্রায় আড়াই লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে বেঁচেছে৷ যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে৷ অসংখ্য নারী এবং শিশু তার শিকার হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷
বিদ্রোহীদের সঙ্গে বাইরের শক্তির যোগ দেয়ার কথা যে এই প্রথম শোনা গেল তা মোটেই নয়৷ সিরিয়ার সরকার আগে থেকেই বলে আসছে, বিদ্রোহের পেছনে উপসাগরীয় অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু দেশের ইন্ধন রয়েছে৷ সোমবার সিরিয়ার এক কর্মকর্তা বলেন, বিদ্রোহীদের অনেকেই ভাড়া করা লোক৷ তারা টাইম বোমার মতো৷ সন্ত্রাসমূলক কাজ শেষে এ বোমা সিরিয়া ও আজ যেসব দেশ বোমাটি ব্যবহার করছে তাদের ওপরই বিস্ফোরিত হবে৷
এদিকে বিদ্রাহীদের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ নিউইয়র্ক ভিত্তিক এ মানবাধিকার সংস্থার দাবি, বিদ্রোহীরা বন্দিদের ওপর নির্যাতন চালাচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে তাদের মেরেও ফেলছে৷
সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার জন্য গড়া আন্তর্জাতিক দলের প্রধান লাখদার ব্রাহিমির কায়রোতে আরব লিগ প্রধান নাবিল আল আরাবির সঙ্গে আলোচনায় বসার কথা৷ আলোচনায় ব্রাহিমি তাঁর সিরিয়া সফর এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের বিষয়টিই তুলে ধরবেন বলে জানা গেছে৷
শান্তি প্রক্রিয়ার পাশাপাশি সিরিয়ায় তুমুল যুদ্ধও চলছে৷ হতাহতের ঘটনাও ঘটছে বেশ৷ বাশার আল আসাদের অনুগত বাহিনীর দাবি, আলেপ্পো থেকে বিদ্রোহীদের হঠিয়ে দিয়েছে তারা৷ সিরিয়ার লেবানন সীমান্তের কাছের কিছু জায়গায় বিমান থেকে তারা ব্যাপক বোমা বর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে৷
যত রক্তপাত, যত প্রাণহানির ঘটনাই ঘটুক, চীন এখনো তার আগের অবস্থানে অনড়৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন, সিরিয়ার ভাগ্য সে দেশের জনগণই নির্ধারণ করতে পারে, আর কেউ নয়৷
এসিবি / এসবি (এপি, এএফপি)