1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার দাবি

১৭ সেপ্টেম্বর ২০১২

জাতিসংঘের তদন্ত দল বলছে, সিরিয়ায় ব্যাপকহারে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে৷ অপরাধীদের একটা তালিকা প্রণয়ন শেষে তারা মনে করছে, বিচারের ভার আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) কে দেয়া উচিত৷

https://p.dw.com/p/16ASw
Brazilian diplomat Paulo Sergio Pinheiro, left, taks to UN High Commissioner for Human Rights Navi Pillay before delivering the report of the Independent Commission of Inquiry on Syria during to the Human Rights Council at the United Nations in Geneva, Switzerland, Monday, Sept. 17, 2012. An increasing number of “foreign elements” including jihadis are now operating in Syria, an independent U.N. panel confirmed Monday in its first report to say that outside “terrorists” have joined a war spiraling out of control. (Foto:Anja Niedringhaus/AP/dapd)
ছবি: AP

পাওলো সার্জিও পিনেইরোর নেতৃত্বাধীন তদন্ত কমিটি আরো বলেছে, সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর সঙ্গে জিহাদি দলগুলোও যোগ দিয়েছে এবং তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে৷

ব্রাজিলের এ কূটনীতিক জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ২১ তম অধিবেশনে এসব তথ্য দেন৷ তিনি আরো জানান, গত ১৮ মাসে সিরিয়ায় ২৩ হাজারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে, ১২ লাখ মানুষ গৃহহারা হয়েছে এবং প্রায় আড়াই লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে বেঁচেছে৷ যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে৷ অসংখ্য নারী এবং শিশু তার শিকার হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

Syrien Not und Zerstörung
জাতিসংঘের তদন্ত দল বলছে, সিরিয়ায় ব্যাপকহারে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছেছবি: Marine Olivesi

বিদ্রোহীদের সঙ্গে বাইরের শক্তির যোগ দেয়ার কথা যে এই প্রথম শোনা গেল তা মোটেই নয়৷ সিরিয়ার সরকার আগে থেকেই বলে আসছে, বিদ্রোহের পেছনে উপসাগরীয় অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু দেশের ইন্ধন রয়েছে৷ সোমবার সিরিয়ার এক কর্মকর্তা বলেন, বিদ্রোহীদের অনেকেই ভাড়া করা লোক৷ তারা টাইম বোমার মতো৷ সন্ত্রাসমূলক কাজ শেষে এ বোমা সিরিয়া ও আজ যেসব দেশ বোমাটি ব্যবহার করছে তাদের ওপরই বিস্ফোরিত হবে৷

এদিকে বিদ্রাহীদের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ নিউইয়র্ক ভিত্তিক এ মানবাধিকার সংস্থার দাবি, বিদ্রোহীরা বন্দিদের ওপর নির্যাতন চালাচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে তাদের মেরেও ফেলছে৷

সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার জন্য গড়া আন্তর্জাতিক দলের প্রধান লাখদার ব্রাহিমির কায়রোতে আরব লিগ প্রধান নাবিল আল আরাবির সঙ্গে আলোচনায় বসার কথা৷ আলোচনায় ব্রাহিমি তাঁর সিরিয়া সফর এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের বিষয়টিই তুলে ধরবেন বলে জানা গেছে৷

শান্তি প্রক্রিয়ার পাশাপাশি সিরিয়ায় তুমুল যুদ্ধও চলছে৷ হতাহতের ঘটনাও ঘটছে বেশ৷ বাশার আল আসাদের অনুগত বাহিনীর দাবি, আলেপ্পো থেকে বিদ্রোহীদের হঠিয়ে দিয়েছে তারা৷ সিরিয়ার লেবানন সীমান্তের কাছের কিছু জায়গায় বিমান থেকে তারা ব্যাপক বোমা বর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে৷

যত রক্তপাত, যত প্রাণহানির ঘটনাই ঘটুক, চীন এখনো তার আগের অবস্থানে অনড়৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন, সিরিয়ার ভাগ্য সে দেশের জনগণই নির্ধারণ করতে পারে, আর কেউ নয়৷

এসিবি / এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য